Newsbazar 24:অবশেষে দীর্ঘ টালবাহনার পর গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে আটক অনুব্রত মণ্ডল।আজ সকাল দশটার সময় বাড়ি থেকে বের করে সিবিআইয়ের গাড়িতে ওঠানো হল তৃণমূল নেতা অনুব্রতকে। সিবিআই আধিকারিকরা চার দিক থেকে ঘিরে তাঁকে গাড়িতে তুললেন। বারে বারে টাল বাহানা করে তিনি সিবিআই এর জেরা এড়িয়ে যাচ্ছিলেন। সিবিআই ...