মালদা তথা উত্তরবঙ্গের অন্যতম ও ঐতিহ্যবাহী লেদ এর বিশ্বস্ত প্রতিষ্ঠান "মনস্কামনা ইন্ডাসট্রিজ", এখন বিভিন্ন নামি কম্পানির টুলস ও পাওয়ার টুলস এর বিশ্বস্ত পরিবেশক তথা খুচরো ও পাইকারী বিক্রেতা ।মনস্কামনা ইন্ডাসট্রিজ এর মূখ্য কর্নধার শ্রী পরমেশ্বর লাল মুসাদ্দীর কথায়,বিভিন্ন শিল্প ক্ষেত্রে শ্রমিকদের হার ভাঙা পরিশ্রম কমাতে আবিষ্কার হয়েছে এই টুলস এর ব্যবহার।আর এই টুলসগুলি শ্রমিকদের কাছে পৌছে দিতে আমরা নামিদামি কম্পানির টুলসগুলির পরিবেশনার দায়িত্ব নিয়েছি। এই টুলসগুলির দাম কেমন এবং সার্ভিসের কি সুবিধা আছে? এই প্রশ্নগুলি সাধারন শ্রমিকদের মধ্যে উঠে আসায় "মনস্কামনা ইন্ডাসট্রিজ" পক্ষে প্রদীপ মুসাদ্দী জানান বিভিন্ন কম্পানীর পাওয়ার টুলসগুলির দাম বিভিন্ন রকম। তবে তা শ্রমিকদের নাগালের মধ্যে ।যে কোনো শ্রমিক সহজেই কিনতে পারবে আর তাছাড়া রয়েছে ওয়ারেন্টির সুবিধা।তবে আর দেরি কেন ? হার ভাঙা পরিশ্রমই বা কেন ? আজই চলে আসুন "মনস্কামনা ইন্ডাসট্রিজ"-এ।
"মনস্কামনা ইন্ডাসট্রিজ"
মনস্কানা রোড,মনস্কামনা মন্দিরের পার্শে ,মালদা
( বিস্তারিত জানতে ভিডিও তে ক্লিক করুন............) -advt
Post your comments about this news