Malda: জেলায় উচ্চমাধ্যমিকে অভিষেক গুপ্ত তৃতীয়, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তার

Newsbazar24: এবারের উচ্চমাধ্যমিকে রাজ্যে মেধাতালিকায় এককভাবে তৃতীয় স্থান অধিকার করেছে মালদহের অভিষেক গুপ্ত। সে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৯৪। ভবিষ্যতে তার ইচ্ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার। তার বাবা শিবশান্ত গুপ্ত মেডিকেলে কর্মরত। মা অনামিকা সাহা গুপ্ত স্কুল টিচার। ভাল ফলের এই কৃতিত্বে স্কুলের শিক্ষক, মহারাজ থেকে শুরু করে মা বাবা. এমনকী গৃহশিক্ষকদের অবদান রয়েছে বলে অভিষেক জানায়।
সে আরও জানায়, তার পড়াশোনা করার কোন বাধা ধরার সময় ছিল না। যখন ইচ্ছা হতো পড়াশোনা করত। তবে দিনে ৭-৮ ঘন্টা পড়াশোনা করত। পড়াশোনার পাশাপাশি গল্প বই পড়তে ও শিক্ষামূলক ভিডিও গুলো দেখতে তার খুব ভালো লাগতো। মাধ্যমিকেও সে রাজ্যে চতুর্থ হয়েছিল। তাই বরাবরের ভালো ছাত্র অভিষেকের
এই সাফল্যে খুশির হাওয়া পরিবারে। তার এই সাফল্যে উচ্ছ্বসিত বাবা, মা সহ পরিবার পরিজনরা।
এছাড়াও জেলায় এবারের উচ্চমাধ্যমিকের যুগ্মভাবে রাজ্যের মেধাতালিকায় পঞ্চম স্থান লাভ করেছে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অর্ণব কর্মকার
এবং মালদার বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দিরের ছাত্রী সুপ্তোত্থিতা সরকার। তাদের উভয়েরই প্রাপ্ত নম্বর ৪৯২।