নদীয়ার শান্তিপুরে বাড়ি বাড়ি ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য

Newsbazar24:কয়েক বছর ধরেই ভারতের নির্বাচন কমিশন প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা চালু করেছে। আগামী ১৩ই মে রাজ্যে চতুর্থ দফা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট। এই লোকসভা কেন্দ্রের অধীন শান্তিপুর বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হল ৮৫ বছরের বেশি প্রবীণ ব্যক্তি ও 40% বেশি শারীরিক প্রতিবন্ধী ভোটারদের জন্য। এজন্য জেলা নির্বাচন আধিকারিক এর পক্ষ থেকে ৩৫টি টিম গঠন করা হয়েছে। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার এই দুইদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। শান্তিপুর ব্লক এবং মিউনিসিপালিটিতে এবারে এই রকম ১২৩ জন ৮৫ বছরের বেশি বৃদ্ধ বৃদ্ধা, এবং ৪০% এর বেশি শারীরিক প্রতিবন্ধী ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এক বা দুজন রাজ্য পুলিশ নিয়ে প্রতি টিম এ থাকছেন দুজন পোলিং অফিসার , একজন মাইক্রো অবজার্ভার, একজন ভিডিও গ্রাফার, এবং একজন সেক্টর অফিসার। শান্তিপুর বিডিও অফিস থেকে বেরিয়ে ৩৫ টি পোলিং টিম সারা শান্তিপুর ব্লক এবং মিউনিসিপালিটি এর ভোটার দের বাড়ি বাড়ি ঘুরে পোস্টাল ব্যালট এর মাধ্যমে ভোট নেবেন। সেরকমই নদীয়ার ফুলিয়া বিডিও অফিস থেকে সকাল আটটা থেকে ভোট গ্রহণ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ শুরু হল ডিসিআরসি সেন্টার থেকে। একাধিক নির্বাচনী আধিকারিক উপস্থিত ছিলেন এদিনের এই ডিসিআরসিতে। যদিও এই প্রক্রিয়াকে কেন্দ্র করে আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের এই উদ্যোগে খুশি প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও