ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে মালদহের হবিবপুর থানার আইসি কে সরিয়ে দিল নির্বাচন কমিশন

Newsbazar24:আগামী ৭মে তৃতীয় দফার লোকসভা নির্বাচন, তারই প্রাক্কালে মালদহ-মুর্শিদাবাদের ওসি ও আইসি-কে সরাল নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের রানিতলা থানার ওসিকে এবং মালদহের হবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তী কেও সরিয়ে দিল কমিশন। প্রসঙ্গত শনিবার রানিতলা থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাসকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়। আর আজ রবিবার মালদহের হবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয় কমিশনের পক্ষ থেকে। এই দুই থানার জন্য বিকল্প তিনজন অফিসারের নাম বিকেলের মধ্যে নির্বাচন কমিশনে পাঠাবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে।
প্রসঙ্গত, সম্প্রতি হবিবপুরের আইসি দেবব্রত চক্রবর্তীর একটি ফোন কলের অডিও ভাইরাল হয়। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানকে ফোন করে হুমকি দেওয়া হয় মহিষ পাচার কেসে ফাঁসিয়ে দেওয়ার। ভাইরাল অডিয়োর ভিত্তিতে মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর ইলেকশন এজেন্ট ও উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন আইসি দেবব্রত চক্রবর্তীর বিরুদ্ধে। হবিবপুরের আইসি মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছেন বলে অভিযোগ তোলেন তারা। বিজেপির সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে হবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হল। ওই দুই আধিকারিককে নির্বাচনের কোন কাজে যুক্ত রাখা যাবে না বলেও নির্দেশ দেয়া হয়েছে নির্বাচন কমিশন সূত্রে কথা জানা গিয়েছে।তবে এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তাদের পক্ষ থেকে পাল্টাও অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে।