সুজাপুরের নির্বাচনী জনসভায় মমতার আক্ষেপ

Spread the love

Newsbazar24:তৃতীয় দফার নির্বাচনের আগে রবিবার মালদার দুই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে মালদহে এলেন। এদিন কালিয়াচকের সুজাপুরের কৃষি বাজার ময়দানে দক্ষিণ মালদহ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাহানাজ আলী রায়হানের সমর্থনে প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগের মতই এদিনও তিনি বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন। বিজেপির পাশাপাশি কংগ্রেস-সিপিএম জোটকেও তোপ দাগেন। তিনি বলেন,কংগ্রেস বিধানসভায় সিট পায়নি। তবু ওদের দুটো আসন ছাড়তে চেয়েছিলাম। সিপিএমের সঙ্গে কংগ্রেসকে জোট বাঁধতে বারণ করেছিলাম। কিন্তু ওরা শোনেনি। মমতা আরও বলেন, মনে রাখবেন, এই ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি, নামটাও আমি দিয়েছি, যা দেখে মোদি থরথর করে কাঁপেন। দিল্লিতে সত্যিই বিজেপিকে রুখতে হলে বাংলায় ভোট কাটাকাটির রাজনীতিতে দয়া করে এবার যাবেন না। আমরাও যাইনি কোথাও। কংগ্রেস যেখানে লড়ছে, সেখানে ভালো ফল করুক। আমরা ইচ্ছে করলে অনেক জায়গায় লড়াই করতে পারতাম। আমাদের একটাই জায়গা বাংলা। এই বাংলা থেকে বিজেপিকে রুখতেই হবে। তৃণমূলই নেতৃত্ব দিয়ে ইন্ডিয়াকে ক্ষমতায় আনবে।
পাশাপাশি মালদা নিয়ে মমতার মুখে এদিন ছিল আক্ষেপ। মমতা বলেন, ‘মালদা জেলায় কোনওদিন লোকসভা আসন পাইনি। বিধানসভায় মালদায় আমাদের ঢেলে আসন দিয়েছেন। সেকারণেই বিজেপিকে আটকাতে পেরেছিলাম। বাংলায় কংগ্রেস জিতবে না মনে রাখবেন। বাংলায় কোনও জোট নেই। তৃণমূল একা লড়ছে।’
চাকরি বাতিল ইস্যুতে বিরোধীদের তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘মানুষ খেকো বাঘের কথা সকলে শুনেছেন, কিন্তু এরা চাকরিখেকো বাঘ। প্রধানমন্ত্রী এসে বলে গেলেন এসব তৃণমূলের জন্য হয়েছে। চাকরিহারাদের পাশে আছি। দেশের প্রধানমন্ত্রী লোকের চাকরি খান।’ মমতা বলেন, ‘সংখ্যালঘুদের জীবন নিয়ে খেলতে দিইনি। সংখ্যালঘুদের উন্নয়নে সদাসতর্ক রাজ্য সরকার।’ একইসঙ্গে এনআরসি, সিএএ প্রসঙ্গে মমতা বলেন, ‘বাংলায় এনআরসি, সিএএ হবে না। অভিন্ন দেওয়ানি বিধি হবে না বাংলায়।’

  • Desk-2

    Related Posts

    রাজ্যের ৮ কেন্দ্রে বিকেল তিনটে পর্যন্ত ভোটের হার ৬৬.০৫ শতাংশ

    Spread the love

    Spread the loveNewsbazar24:রাজ্যে চতুর্থ দফা নির্বাচন চলছে। রাজ্যের বেশ কিছু জায়গায় বিশেষ করে বহরমপুর ও বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ব্যাপক গোলমাল ও ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। এমনকি জায়গায় জায়গায় প্রার্থীকে বাধা…

    চতুর্থ দফার নির্বাচনে অশান্তি , জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট তলব, বর্ধমানের মন্তেশ্বরে ব্যাপক অশান্তি

    Spread the love

    Spread the loveNewsbazar24:চতুর্থ দফার নির্বাচন ঘিরে অশান্তি। বাংলার পুরনো চিত্র আবার ফিরে এল। বেলা বাড়তেই একের পর এক জায়গায় অশান্তির ছবি। বিশেষ করে রণক্ষেত্রের পরিস্থিতি মন্তেশ্বর, দুর্গাপুর ১২ নম্বর ওয়ার্ডে।…

    You Missed

    রাজ্যের ৮ কেন্দ্রে বিকেল তিনটে পর্যন্ত ভোটের হার ৬৬.০৫ শতাংশ

    রাজ্যের ৮ কেন্দ্রে বিকেল তিনটে পর্যন্ত ভোটের হার ৬৬.০৫ শতাংশ

    চতুর্থ দফার নির্বাচনে অশান্তি , জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট তলব, বর্ধমানের মন্তেশ্বরে ব্যাপক অশান্তি

    চতুর্থ দফার নির্বাচনে অশান্তি ,  জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট তলব, বর্ধমানের  মন্তেশ্বরে ব্যাপক অশান্তি

    ভোটের হারে বাংলা এগিয়ে,সকাল ১১ টা পর্যন্ত রাজ্যের আট কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৭৮ শতাংশ

    ভোটের হারে বাংলা এগিয়ে,সকাল ১১ টা পর্যন্ত রাজ্যের আট কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৭৮ শতাংশ

    বারে বারে বুথে ঢুকে ভোট দেওয়াচ্ছেন তৃণমূল নেতা, ঘটনা নজরে আসতেই প্রিজাইডিং অফিসারের অপসারণ কমিশনের

    বারে বারে বুথে ঢুকে ভোট দেওয়াচ্ছেন তৃণমূল নেতা, ঘটনা নজরে আসতেই প্রিজাইডিং অফিসারের অপসারণ  কমিশনের

    বহরমপুরের জিটিআই হাইস্কুলের সামনে অধীর চৌধুরীর গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের

    বহরমপুরের জিটিআই হাইস্কুলের সামনে অধীর চৌধুরীর গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের

    নদীয়ার চাপরা বিধানসভার নয় ও দশ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা অভিযুক্ত তৃণমূল

    নদীয়ার চাপরা বিধানসভার নয় ও দশ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা অভিযুক্ত তৃণমূল
    Contact