নির্বাচন কমিশনের আধিকারিকদের ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

Spread the love

Newsbazar24:ভোটের আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে বিতর্কে মালদহের এক তৃণমূল নেতা। নির্বাচন কমিশনের আধিকারিকদের সরাসরি ‘ডান্ডা মেরে ঠান্ডা’ করে দেওয়ার নির্দেশ পাশাপাশি তাদেরকে বিজেপির দালাল বলেও কটাক্ষ। ঘটনায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ঝিকোডাঙ্গা বুথে।ঐ এলাকায় তৃণমূলের সদস্য আখতারি খাতুনের বাড়ি থেকে দলীয় পতাকা খুলে নেয় নির্বাচন কমিশনের অবজারভারের অধীনে থাকা একটি দল।
আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সরব হন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের এ অংশের ব্লক সভাপতি জিয়াউর রহমান। এ নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টে জানান, নির্বাচন কমিশনের আধিকারিকরা বিজেপির দালালি করছেন। পরবর্তীকালে এই ধরনের ঘটনা চোখে পড়লে কমিশনের আধিকারিকদের ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার নিদান দেন তৃণমূল নেতা। ব্লক সভাপতির এই পোস্টকে প্রকাশ্যে সমর্থনও জানিয়েছেন দলীয় নেতা-কর্মীরা। যদিও নির্বাচন কমিশনের বক্তব্য, নিয়ম মেনেই ঝান্ডা খোলা হয়েছে।
এ প্রসঙ্গে ব্লক সভাপতি জিয়াউর রহমানের দাবি, ‘আমাদের দলের পঞ্চায়েত সদস্য আখতারি খাতুনের বাড়ি থেকে নির্বাচন কমিশনের লোকেরা দলের পতাকা তুলে নিয়েছেন। আমরা তো কোনও সরকারি জায়গায় পতাকা টাঙাইনি। আমরা আমাদের দলের সদস্যের বাড়ির দেওয়ালে পতাকা টাঙিয়েছিলাম। সেখান থেকে কেন পতাকা খোলা হল। আমার মনে হয়, নির্বাচন কমিশনের কিছু আধিকারিক পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। আমরা এই বিষয়ে অভিযোগ জানিয়েছি।’
এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর ১-এর বিডিও সৌমেন মণ্ডল বলেন, ‘ঘটনার কথা শুনেছি। ব্যক্তিগত সম্পত্তিতেও তিনটির বেশি একই দলের পতাকা কিংবা একাধিক দলের একটি একটি করে তিনটির বেশি পতাকা লাগানো যাবে না। এটাই নিয়ম। হয়তো নির্বাচন কমিশনের আধিকারিকরা সেই নিয়ম মেনেই খুলেছে।’

  • Desk-2

    Related Posts

    বিরোধী এজেন্টদেরকে মারধর ,ভোটারদেরকে বুথে যেতে বাধা শুরু হলো বাংলার চতুর্থ দফা নির্বাচন

    Spread the love

    Spread the loveশুরু হলো চতুর্থদফার লোকসভা নির্বাচন। বাংলায় সাত কেন্দ্রে ভোট। আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও বঙ্গের সেই চিরাচরিত ছবি ভোট শুরু না হতে হতেই বিরোধী এজেন্টদেরকে ভুতে ঢুকতে বাধা…

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    Spread the love

    Spread the loveNewsbazar24:সোমবার চতুর্থ দফার নির্বাচনে ভোটগ্রহণ হবে বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ৷ ইতিমধ্যে ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে ভোট কর্মীরা পৌঁছে গেছেন। ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা…

    You Missed

    বিরোধী এজেন্টদেরকে মারধর ,ভোটারদেরকে বুথে যেতে বাধা শুরু হলো বাংলার চতুর্থ দফা নির্বাচন

    বিরোধী এজেন্টদেরকে মারধর ,ভোটারদেরকে বুথে যেতে  বাধা শুরু হলো বাংলার চতুর্থ দফা নির্বাচন

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে মৃত দুই

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে  মৃত দুই

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    রাত পোহালেই বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    রাত পোহালেই  বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

    মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে বিভ্রান্তি

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে  বিভ্রান্তি
    Contact