নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি নেত্রী, থানার সামনে বিক্ষোভ ও ধর্নায় বিজেপি প্রার্থী

Spread the love

Newsbazar24:খোদ কলকাতায় দলীয় প্রার্থীর সমর্থনে পোস্টার লাগানোর সময় বিজেপির মণ্ডল সভাপতিকে চপার দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলি দুষ্কৃতীদের বিরুদ্ধে। চপারের আঘাতে গুরুতর আহত আনন্দপুরের বিজপির মণ্ডল সভানেত্রী সরস্বতী সরকার। তাঁর মাথায় ৫টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে রবিবার সকাল থেকে আনন্দপুর অবস্থানে বসেছেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।
শনিবার রাতে দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে এলাকায় পোস্টার লাগাচ্ছিলেন সরস্বতীদেবী সহ দলের কর্মীরা। আক্রান্ত বিজেপি নেত্রী বলেন,আমরা হালতুর দিক থেকে রাস্তার ২ পাশে পোস্টার লাগাতে লাগাতে আরবানার সামনে আসি। সেখানে হঠাৎ দেখি আমাদের ২ কর্মী মনোজ পোদ্দার, যাদব বৈষ্ণবকে ব্যাপক মারধর করছে রঞ্জিত নারায়ণ, গোপাল মালিক নামে ২ তৃণমূলি দুষ্কৃতী। লাঠি এনে মারধর করা হয় তাঁদের। ভাঙচুর করা হয় স্কুটার। আমি তাদের বাঁচাতে গেলে গোপাল মালিক চপার নিয়ে আমার ওপর হামলে পড়ে। আমার মাথায় চপারের কোপ বসায়। সঙ্গে সঙ্গে আমার গোটা মুখ রক্তে ঢেকে যায়। এর পর দুষ্কৃতীরা এলাকায় লাগানো বিজেপির পোস্টার ছিঁড়ে দেয়। আমি ভেবেছিলাম, ওরা মহিলাদের গায়ে হাত তুলবে না। কিন্তু মহিলা মুখ্যমন্ত্রীর দলের লোকেরা মহিলাদের প্রতি ততটা শ্রদ্ধাশীল নয়।
স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বলেন, ‘ওরা রাত ১২টার সময় পোস্টার লাগাচ্ছিলেন কেন? ওদের প্রার্থী তো এখানে বহুবার প্রচার করে গিয়েছেন, কোনও সমস্যা হয়নি। গণতন্ত্রে নির্বাচনে সবার প্রচার করার অধিকার রয়েছে। আমিও চাইব দোষীদের পুলিশ গ্রেফতার করুক।’এই ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকে আনন্দপুর থানার সামনে অবস্থানে বসেন দেবশ্রী চৌধুরী। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারির দাবিতে তাঁর নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। এদিন দেবশ্রী চৌধুরী বলেন, ‘মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখেন। উনি কি এভাবে মহিলাদের রক্তাক্ত করে দেশের প্রধানমন্ত্রী হবেন? বিজেপি নেত্রী আক্রান্ত হওয়ার অভিযোগে দিনভর উত্তেজনার পর, সন্ধেয় ফের তপ্ত হয় পরিস্থিতি। আনন্দপুর থানার সামনে নতুন করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ প্রদর্শন। পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা।
প্রশ্ন উঠছে দক্ষিণ কলকাতা তৃণমূলের গড় হওয়া সত্ত্বেও বিরোধীদের উপর হামলা কেন তাহলে কি তৃণমূল ভয় পেয়েছে?

  • Desk-2

    Related Posts

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    Spread the love

    Spread the loveNewsbazar24:সোমবার চতুর্থ দফার নির্বাচনে ভোটগ্রহণ হবে বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ৷ ইতিমধ্যে ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে ভোট কর্মীরা পৌঁছে গেছেন। ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা…

    রাত পোহালেই বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    Spread the love

    Spread the loveNewsbazar24:রাত পোহালেই রাজ্যে চতুর্থ দফা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট । রবিবার সকাল থেকে বহরমপুর স্টেডিয়াম মাঠে করা হয়েছে ডিসিআরসি সেন্টার । সেখানে দেখা গেল চূড়ান্ত ব্যস্ততা ৷…

    You Missed

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে মৃত দুই

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে  মৃত দুই

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    রাত পোহালেই বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    রাত পোহালেই  বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

    মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে বিভ্রান্তি

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে  বিভ্রান্তি

    কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আবারো নতুন ছবিতে জুটি বাঁধছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা

    কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আবারো নতুন ছবিতে জুটি বাঁধছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা
    Contact