মিশন “সুধার” এর অধীনে মালদা স্টেশন চত্বরে নিবিড় পরিচ্ছন্নতা অভিযান


Newsbazar24:পূর্ব রেলের মালদা ডিভিশনের উদ্যোগে বিভিন্ন স্টেশন গুলোতে চলছে ‘মিশন সুধার’। এই মিশনের উদ্দেশ্য স্টেশন গুলিতে পরিচ্ছন্নতার সার্বিক উন্নতি। মালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে মালদা বিভাগের ডিআরএম বিকাশ চৌবের নেতৃত্বে এই মিশন “সুধার” চলছে। এর জন্য একটি দল গঠন করা হয়েছে নাম দেওয়া হয়েছে সার্ভিস ইমপ্রুভমেন্ট গ্রুপ(এসআইজি)
এই গ্রুপের মাধ্যমে মূলত স্টেশন চত্বরে আবর্জনা ফেলা, টিকিটবিহীন ভ্রমণ, সংগঠিত ট্রাফিক প্রবাহ ও পার্কিং, স্টেশন রক্ষণাবেক্ষণ এবং পরিষেবার মান উন্নত করা এসবের উপরে নজর রাখা হয়।
বৃহস্পতিবার মালদা রেলওয়ে স্টেশন চত্বরে এসআইজি টিম এবং অন্যান্য বিভাগের রেলওয়ে আধিকারিকদের সহযোগিতায় একটি নিবিড় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এই অভিযানে স্বেচ্ছাসেবক সংস্থার সদস্যরা অংশগ্রহণ করে সেই সঙ্গে স্টেশন চত্বর,প্ল্যাটফর্ম এবং এপ্রোচ লাইন গুলি পরিষ্কার করেন।
এছাড়াও, সাধারণ জনগণ এবং রেল যাত্রীদের রেলওয়ে ট্র্যাক অতিক্রম করা থেকে বিরত থাকা এবং রেললাইনে ময়লা ফেলা থেকে বিরত থাকা সহ সুরক্ষা ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।