ভোট পর্বের মাঝে মনিপুরে জঙ্গি হানায় নিহত আধা সামরিক বাহিনীর জওয়ান বাঁকুড়ার অরূপ

Spread the love

Newsbazar24:রবিবার সকাল সাতটা নাগাদ গ্রামে এল মণিপুরে জঙ্গি হানায় নিহত জওয়ানের কফিনবন্দি দেহ। বাঁকুড়ার সোনামুখী ব্লকের পাঁচাল গ্রামের মাঠে মঞ্চ তৈরি করে রাখা হয় দেহ। গ্রামবাসীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।শুক্রবার গভীর রাতে মণিপুরের বিষ্ণুপুরে নারানসেনায় জঙ্গি হামলায় নিহত হন দুই সিআরপিএফ জওয়ান। তাঁদের মধ্যে একজন বাঁকুড়ার বাসিন্দা অরূপ সাইনি। শুক্রবার রাতেই অরূপ তাঁর ভাইকে নিজের গুরুতর আহত হওয়ার কথা জানান। পরের দিন সকালে তাঁর মৃত্যু সংবাদ দেন সিআরপিএফ আধিকারিক। খবর ছড়িয়ে পড়ে গ্রামেও।এদিন গ্রামে অরূপের দেহ আসার খবর পৌঁছতে গ্রামীবাসীরা ভিড় করতে শুরু করেন মাঠে। সর্বদা হাসিখুসি অরূপের মৃত্যুতে শোকহত গ্রামবাসীরাও ।
এদিন সেখানে হাজির হন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি-সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও। জাতীয় পতাকা মোড়়া কফিনে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার-সহ রাজ্য পুলিশের আধিকারিকেরাও। এর পর জওয়ানরা তার দেহ কাঁধে করে তাঁর বাড়িতে নিয়ে যায়।। সেখানে আধ ঘণ্টা দেহ রাখার পর নিয়ে যাওয়া হয় শশ্মানে। দেওয়া হয় গান স্যালুট । তারপর অরূপের শেষকৃত্য সম্পন্ন হয়।
শোকাহত ভাই ধনঞ্জয় বলেন, ‘মাস খানেক আগে দোলের সময় দাদা বাড়ি এসেছিল। আবার সেপ্টেম্বরে বাড়িতে আসার কথা ছিল। এর মাঝেই শুক্রবার রাতে দাদা আহত হওয়ার পর আমাকে ফোন করে জানায়, পেটে গুলি লেগেছে, পা ভেঙেছে। দাদা বারবার বলছিল, আমি আর বাঁচব না! সে কথা যে এ ভাবে সত্যি হবে, বুঝতে পারিনি।’
২০০৪ সালে সিআরপিএফ জওয়ান হিসেবে কর্ম জীবন শুরু করেন অরূপ দুর্গাপুরের অমরাবতীতে। পরে সেখান থেকে শ্রীনগর ও তারপর মণিপুরে পোস্টিং হয় তাঁর। দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের পর থেকেই মনিপুরের উত্তেজনা বৃদ্ধি পায়।শুক্রবার গভীর রাতে, কুকি জঙ্গিরা মণিপুরের বিষ্ণুপুর জেলার নারানসেনায় অবস্থিত একটি সিআরপিএফ ফাঁড়িতে হামলা চালায়। হামলায় দুই সিআরপিএফ জওয়ান নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। এই দুজনের মধ্যে একজন বাংলার অরূপ। আহত জওয়ানদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। মণিপুরের মুখ্যমন্ত্রীও এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং নিরাপত্তা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

  • Desk-2

    Related Posts

    বিরোধী এজেন্টদেরকে মারধর ,ভোটারদেরকে বুথে যেতে বাধা শুরু হলো বাংলার চতুর্থ দফা নির্বাচন

    Spread the love

    Spread the loveশুরু হলো চতুর্থদফার লোকসভা নির্বাচন। বাংলায় সাত কেন্দ্রে ভোট। আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও বঙ্গের সেই চিরাচরিত ছবি ভোট শুরু না হতে হতেই বিরোধী এজেন্টদেরকে ভুতে ঢুকতে বাধা…

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে মৃত দুই

    Spread the love

    Spread the loveNewsbazar24:মাঠে চাষের কাজ চলাকালীন বর্জাঘাতে মৃত্যু দুই কৃষকের, আহত অন্ততপক্ষে দশজন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম। আহতরা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরে। নিহতের…

    You Missed

    বিরোধী এজেন্টদেরকে মারধর ,ভোটারদেরকে বুথে যেতে বাধা শুরু হলো বাংলার চতুর্থ দফা নির্বাচন

    বিরোধী এজেন্টদেরকে মারধর ,ভোটারদেরকে বুথে যেতে  বাধা শুরু হলো বাংলার চতুর্থ দফা নির্বাচন

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে মৃত দুই

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে  মৃত দুই

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    রাত পোহালেই বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    রাত পোহালেই  বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

    মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে বিভ্রান্তি

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে  বিভ্রান্তি
    Contact