Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

budget 2023 : ২০২৩-২৪ সালের বাজেট ! কোন জিনিষের দাম বাড়লো ? কিসের বা কমলো ?

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar24:বুধবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে আগামী অর্থবর্ষ ২০২৩-২৪ সালের বাজেট পেশ করলেন । বাজেট ঘিরে মধ্যবিত্তের প্রত্যাশা থাকে অনেক। মূলত আয়করের উর্ধ্বসীমা, এবং কোন জিনিসের দাম কমল এবং বাড়ল।
আয়করের ক্ষেত্রে:- ছাড়ের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হচ্ছে। পাশাপাশি, কারও বছরে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে ৪৫ হাজার টাকা আয়কর দিতে হবে। যা আগের তুলনায় ২৫ শতাংশ কম।
যাঁর ১৫ লক্ষ টাকা বাত্‍সরিক আয় তাঁকে দেড় লক্ষ টাকা কর দিতে হবে। আগে দিতে হত ১ লক্ষ ৮৭ হাজার টাকা।

আসুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের *দাম বাড়ল:-
সব ধরনের গাড়ি,ইলেক্ট্রিক কিচেন চিমনি,সোনা এবং প্লাটিনামের তৈরি সব ধরনের গহনা, রূপোর গহনা, রূপোর বাট,তামার স্ক্র্যাপ, কমপাউন্ডেড রবার,সিগারেট,
ছাতা,ইমিটেশন জুয়েলারি, সব ধরনের লাউডস্পিকার,
হেডফোন, ইয়ারফোন, এক্সরে মেসিন,ইলেক্ট্রনিক্স খেলনা গাড়ির কিছু যন্ত্রাংশ,পিভিএস পাইপ।

*দাম কমল:-
জামা-কাপড়, সব ধরনের জেমস স্টোন,
কাটা এবং পালিশ করা হীরে,সেলুলার মোবাইল ফোনের ক্যামেরা,মোবাইল ফোনের চার্জার,মিথাইল অ্যালকোহল,
অ্যাসেটিক অ্যাসিড,পেট্রোলিয়ামজাত সব ধরনের রাসায়নিক

ইলেক্ট্রিক কিচেন চিমনি উপর শুল্ক চাপানো হয়েছে ১৫ শতাংশ। আগে ছিল মাত্র সাড়ে সাত শতাংশ। সিগারেটের ওপর শুল্ক চাপানো হয়েছে ১৬ শতাংশ। আমদানিজাত রবারের শুল্ক এক ধাক্কায় অনেকটাই বাড়িয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। আগে ছিল ১০ শতাংশ। সেটা বেড়ে করা হয়েছে ২৫ শতাংশ। রুপোর তৈরি সব ধরনের গহনার ওপর শুল্ক বৃদ্ধি করা হয়েছে ১০ শতাংশ। সোনার গহনায় শুল্কবৃদ্ধির হার এক লাফিয়ে বাড়িয়ে করা হয়েছে ২৫ শতাংশ। পিভিসি পাইপ তৈরির জন্য় ব্যবহৃত ভিনাইল ক্লোরাইড মোনোমের।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin