রাম নবমী উপলক্ষে রেলের ‘ভারত নেপাল আস্থা যাত্রা” নামের এই  ট্যুর প্যাকেজ, টিকিট এখনও আছে

news bazar24, দিল্লি: যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য সুখবর ।১০ দিন এবং ৯ রাতের এক ট্যুর প্যাকেজে নিয়ে আসলো ভারতীয় রেল। চলতি নবরাত্রি উৎসব ও                               রাম নবমী উপলক্ষে এই ভ্রমণ প্যাকেজ ।“ভারত নেপাল আস্থা যাত্রা” নামের এই  ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে আই আর সি টি সি। জানা গেছে,  ১০ দিন এবং ৯ রাতের এই ট্যুর প্যাকেজে ৪টি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং ঐতিহ্যবাহী স্থানে ঘোরা যাবে এই “ভারত নেপাল আস্থা যাত্রা” প্যাকেজে ।

ভারত সরকারের পরিকল্পনামত  “দেখো আপনা দেশ” উদ্যোগের অধীনে, এই ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে। ট্রেনের এই যাত্রা কালে অযোধ্যা, বারাণসী ও প্রয়াগরাজ সহ নেপালের পশুপতিনাথ (কাঠমান্ডু)-এর মতো ধর্মীয় ও পর্যটন স্থানগুলি ঘুরে দেখার সুযোগ পাবেন পর্যটকরা।

ট্রেনটি কোথায় থেকে যাত্রা শুরু করবে ?

 “ভারত নেপাল আস্থা যাত্রা” ট্রেনটি পঞ্জাবের  জলন্ধর থেকে চলবে, কিন্তু ট্রেনে উঠতে হবে দিল্লির সফদরজং থেকে। আগামি শুক্রবার (৩১ মার্চ) থেকে ভারত-নেপাল আস্থা যাত্রা শুরু হবে।টিকিত এখনও পাওয়া যাচ্ছে।

দর্শনীয় স্থান কি কি ?

 “ভারত নেপাল আস্থা যাত্রা”র  ১০ দিনের সফরে এই ট্রেনের  ভ্রমণার্থীরা অযোধ্যার রাম জন্মভূমি মন্দির, হনুমান গড়ি, সরযু ঘাট, নন্দীগ্রাম; কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির, দরবার স্কোয়ার, স্বয়ম্ভুনাথ স্তূপ; বারাণসীর তুলসী মানস মন্দির, সংকটমোচন মন্দির, কাশী বিশ্বনাথ করিডোর এবং মন্দির, বারাণসী ঘাটে গঙ্গা আরতি এবং গঙ্গা-যমুনা সঙ্গম; প্রয়াগরাজের হনুমান মন্দির ঘুরে দেখতে পারবেন। এছাড়া, জলন্ধর, লুধিয়ানা, চণ্ডীগঢ়, আমবাবা, কুরুক্ষেত্র, পানিপথ, দিল্লি, গাজিয়াবাদ, আলিগড়, টুন্ডলা, ইটাওয়া, কানপুরের উপর দিয়ে যাবে ট্রেনটি।

এই ট্যুর প্যাকেজের খরচ ?

রেল জানিয়েছে এই ট্যুর প্যাকেজে থার্ড এসি ক্লাসের ৬০০টি আসন আছে। এর মধ্যে ৩০০টি হবে স্ট্যান্ডার্ড শ্রেণির এবং বাকি ৩০০টি সুপিরিয়র শ্রেণির।

একজন  যাত্রীর জন্য সুপিরিয়র শ্রেণির খরচ হবে ৪১,০৯০ টাকা, দুইজন যাত্রীর জন্য সুপিরিয়র শ্রেণির খরচ মাথাপিছু ৩১,৬১০ টাকা, আর শিশু-সহ (বয়স ৫-১১) তিনজনের ক্ষেত্রে মাথাপিছু খরচ ২৮,৪৫০ টাকা।যাত্রা কালে রেলের সিস্টেম অনুযায়ী আসন বণ্টন করা হবে।

 অন্যদিকে একক যাত্রীর জন্য স্ট্যান্ডার্ড ক্লাসের খরচ ৩৬,১৬০ টাকা, দুই যাত্রীর জন্য স্ট্যান্ডার্ড ক্লাসের খরচ ২৭,৮১৫ টাকা এবং শিশু-সহ তিনজনের ক্ষেত্রে মাথাপিছু খরচ লাগবে ২৫,০৩৫ টাকা।

রাত্রি যাপনের ব্যবস্থা ?

 “ভারত নেপাল আস্থা যাত্রা”র এই প্যাকেজের সুপিরিয়র প্যাকেজ যাঁরা ভ্রমণ করবেন তাঁদের বিভিন্ন জায়গায় রাত্রি যাপনের ব্যবস্থা থাকবে এসি রুমে, আর স্ট্যান্ডার্ড প্যাকেজের যাত্রীরা থাকবেন নন-এসি রুমে।

তবে দুই প্যাকেজের  পর্যটকদের  নন এসি বাসে সমস্ত দর্শনীয় স্থানগুলিতে নিয়ে যাওয়া হবে। ভ্রমণ বীমা, ট্রেনে নিরাপত্তা এবং সমস্ত প্রযোজ্য কর এই প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত থাকছে।

 

  • Related Posts

    চাকরি বাতিলের নির্দেশে কোন স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট হতাশ চাকরিহারারা

    বহু চর্চিত ও বহু আলোচিত সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি শুরু হল। গত ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট ২০১৬ সালে এসএসসির সম্পূর্ণ নিয়োগের (গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ) প্যানেল বাতিলের…

    ভোটের জন্য কিশনগঞ্জে সিল করে দেওয়া হল ইন্দো-নেপাল সীমান্ত ! চলছে পুলিশের সঙ্গে এসএসবির যৌথ টহলদারি

    news bazar24: আর ২ দিন পর ভারতের বেশ কিছু অঞ্চলে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। ২৬ এপ্রিল দেশের অন্যান্য কেন্দ্রগুলির সাথে  দ্বিতীয় দফার নির্বাচন হচ্ছে বিহারের কিশনগঞ্জেও। আর এই কিসাঙ্গঞ্জে যেকোনও…

    You Missed

    বসিরহাটের প্রার্থী রেখাকে নির্বাচনী প্রচারে বাধা, লাঠি নিয়ে তাড়ানোর অভিযোগ, কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন!

    বসিরহাটের প্রার্থী রেখাকে নির্বাচনী প্রচারে বাধা, লাঠি নিয়ে তাড়ানোর অভিযোগ, কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন!

    পরানপুর অঞ্চলের চাঁদপুর জেলে পাড়ায় ৫৭ তম হরিনাম সংকীর্তন

    পরানপুর অঞ্চলের চাঁদপুর জেলে পাড়ায় ৫৭ তম হরিনাম সংকীর্তন

    মালদহে রাজনৈতিক উত্তাপ বাড়াতে জোড়া জনসভা ও রোড শো তৃণমূল সুপ্রিমো মমতার

    মালদহে রাজনৈতিক উত্তাপ বাড়াতে জোড়া জনসভা ও রোড শো তৃণমূল সুপ্রিমো মমতার

    হঠাৎ বাতিল অমিত শাহ্‌র সভা ! কৃষ্ণ নগরে আসছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী

    হঠাৎ বাতিল অমিত শাহ্‌র সভা ! কৃষ্ণ নগরে আসছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী

    নানুরের তৃণমূল নেতা কাজল শেখ কর্মীসভায় রীতিমতো হুঁশিয়ারি দিলেন বিরোধীদের ভোটের পর খেলা হবে বলে

    নানুরের তৃণমূল নেতা কাজল শেখ কর্মীসভায় রীতিমতো হুঁশিয়ারি দিলেন বিরোধীদের ভোটের পর খেলা হবে বলে

    চলমান তীব্র তাপপ্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির আশায় শান্তিপুরে ব্যাঙের বিয়ে