ভোটের মুখে ফের বোমা বিস্ফোরণ মুর্শিদাবাদে, পুলিশের ভূমিকায় ক্ষোভ গ্রামবাসীদের

Newsbazar24:ভোটের মুখে ফের বোমা বিস্ফোরণ মুর্শিদাবাদে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ। জানা গিয়েছে সকেট বোমা বাঁধতে গিয়ে এক যুবকের হাতের কিছুটা অংশ উড়ে গিয়েছে । শুধু তাই নয়, অন্য একজনের হাতের কয়েকটি আঙুলও বোমার আঘাতে মারাত্মক ভাবে জখম হয়েছে। বুধবার গভীর রাতে একটি স্কুলের পিছনে বোমা বাঁধতে গিয়ে এই ঘটনা ঘটেছে। অতিরিক্ত গরমের কারণে হঠাৎ এই সকেট বোম ফেটে গিয়ে বিপত্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার মোনাইকান্দারা গ্রামে।
ঘটনার খবর পেয়ে মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে।তার আগেই দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।
জানা যায় ঐ গ্রামের বেশ কয়েক জন যুবক স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পিছনের জঙ্গলে সকেট বোমা বাঁধার কাজ করছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন বাইরে থেকে আসা বোমা তৈরির দুই কারিগর। সেই সময় এই অতিরিক্ত গরমে সকেট বোমা ফেটে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জিন্নাত আলি শেখ নামে ১৯ বছরের এক কলেজ পড়ুয়া যুবকের হাতের বেশ কয়েকটি আঙুল উড়ে গিয়েছে!সেই আঙুলই বৃহস্পতিবার সকালে রাস্তায় ছড়িয়ে আছে বলে দাবি স্থানীয়দের। ভোটের আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিরোধী জোট তৃণমূলের দিকে আঙুল তুলেছে। আশ্চর্যজনকভাবে কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি। শুধু তাই নয়, ঘটনাস্থল থেকে কোনও বোমাও উদ্ধার করা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। দুই অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে ভোটের মুখে বোমা উদ্ধারের ঘটনায় আবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা । কিছুদিন আগেও মুর্শিদাবাদে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছিল, আবার সেই স্থানেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। আগামী ৭ মে মুর্শিদাবাদে ভোট গ্রহণ আছে। তার আগে এই ঘটনা স্বাভাবিক ভাবে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।প্রসঙ্গত, যে স্কুলের পিছনের জঙ্গলে বোমা বাঁধা হচ্ছিল, সেই প্রাথমিক স্কুল এই ভোট কেন্দ্র রয়েছে। বিরোধীদের অভিযোগ এলাকার ভোটারদেরকে সন্ত্রস্ত করতেই এই বোমা বানানো হচ্ছিল

  • Desk-2

    Related Posts

    তৃণমূলের চেয়ে বিজেপিকে ভোট দেওয়া ভাল, অধীরের বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলে দাবি পুলিশের

    Newsbazar24:রাজ্য রাজনীতিতে কয়েকদিন আগে যে ঘটনা সাড়া ফেলে দিয়েছিল, সেই ঘটনায় ভিডিওটিকে বিকৃত করা হয়েছে বলে রাজ্য পুলিশের দাবি। গত কয়েকদিন আগে জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেনের সমর্থনে নির্বাচনী প্রচারে…

    নবদ্বীপের সভায় মমতাকে ঠগীপিসি বলে আক্রমণ, সিএএ নিয়ে মমতাকে পদত্যাগের কড়া চ্যালেঞ্জ শুভেন্দুর

    Newsbazar24:আগামী ১৩মে চতুর্থ দফার লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন কেন্দ্রের পাশাপাশি রানাঘাট লোকসভা কেন্দ্রেও অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। আর তাই হাতে সময় খুবই কম, প্রচারে একটুও সময় নষ্ট না করে ঝাপিয়ে…

    You Missed

    ত্রি মুকুট জয়ের স্বপ্ন অধরা,আইএসএল কাপ ফাইনালে ৩-১এ পরাজিত সবুজ মেরুন ব্রিগেড

    ত্রি মুকুট জয়ের স্বপ্ন অধরা,আইএসএল কাপ ফাইনালে ৩-১এ  পরাজিত সবুজ  মেরুন ব্রিগেড

    ফের অশান্ত ভূস্বর্গ কাশ্মীর, বায়ু সেনার কনভয়ে জঙ্গি হামলা, আহত ৫ জওয়ান

    ফের অশান্ত ভূস্বর্গ কাশ্মীর, বায়ু সেনার কনভয়ে জঙ্গি হামলা, আহত ৫ জওয়ান

    তৃণমূলের চেয়ে বিজেপিকে ভোট দেওয়া ভাল, অধীরের বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলে দাবি পুলিশের

    তৃণমূলের চেয়ে বিজেপিকে ভোট দেওয়া ভাল, অধীরের বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলে দাবি পুলিশের

    নবদ্বীপের সভায় মমতাকে ঠগীপিসি বলে আক্রমণ, সিএএ নিয়ে মমতাকে পদত্যাগের কড়া চ্যালেঞ্জ শুভেন্দুর

    নবদ্বীপের সভায়  মমতাকে ঠগীপিসি বলে আক্রমণ, সিএএ  নিয়ে মমতাকে পদত্যাগের কড়া চ্যালেঞ্জ শুভেন্দুর

    মুর্শিদাবাদের সাগরদিঘীতে নির্বাচনী প্রচারে তৃণমূলের বিদায়ী সাংসদ ও অভিনেতা দেব

    মুর্শিদাবাদের সাগরদিঘীতে নির্বাচনী প্রচারে তৃণমূলের বিদায়ী সাংসদ ও অভিনেতা দেব

    লার্নিং ডিসঅর্ডারে আক্রান্ত শিশুদের বাঁচাতে স্কুলে সচেতনতার উদ্যোগ

    লার্নিং ডিসঅর্ডারে আক্রান্ত শিশুদের বাঁচাতে স্কুলে সচেতনতার উদ্যোগ