করোনার রোষে ” দুয়ারে সরকার ” । প্রতি ১০০ জনে প্রায় ২৫ জনেরই রিপোর্ট পজিটিভ

news bazar24: যে কোন দিন  রাজ্যে  সুনামির গতিতে আছড়ে পড়তে পারে কোভিডের তৃতীয় ঢেউ। এমন কি দৈনিক সংক্রমণ ৩০ হাজারের গণ্ডি পেরোতে হয়ত অল্প কয়েকদিনের অপেক্ষা  । পরিস্থিতি এখন সেই দিকেই এগোচ্ছে বলে চিকিৎসকেরা দাবি করছেন । গতকাল শুক্রবার শুধু কলকাতাতেই করোনা আক্রান্ত হয়েছেন ১,৯৫৪ জন।  কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ২০৪ জন।

অর্থাৎ পাঁচ দিনে কলকাতায় দৈনিক সংক্রমণ ১০ গুণ বেড়েছে। তথ্য যা পাওয়া গেছে  কলকাতায় এখন সংক্রমণের হার ২৩.‌৪২ শতাংশে। অর্থাৎ যাঁরা করোনা পরীক্ষা করাচ্ছে, তাঁদের মধ্যে প্রতি ১০০ জনে প্রায় ২৫ জনেরই রিপোর্ট পজিটিভ আসছে। 

এঁদের মধ্যে ৯০ শতাংশের আরটিপিসিআই পরীক্ষা করানো হয়েছে। ১০ শতাংশের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়েছে। অনেক চিকিৎসকই মনে করছেন, কোভিড পরীক্ষার সংখ্যা বাড়লে এই হার লাফিয়ে বেড়ে যাবে। কারণ উপসর্গ না থাকায় বহু মানুষ কোভিড পরীক্ষাই করাচ্ছেন না। 

বন্ধ করা হতে পারে বার, রেস্তোরাঁ, সিনেমা হল। নিয়ন্ত্রণ করা হতে পারে রাতের গতিবিধি। সূত্রের খবর তেমনই। ২ জানুয়ারি থেকে দুয়ারে সরকার ক্য়াম্প না করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। বাতিল হয়ে গিয়েছে ৩ জানুয়ারি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাত্র সপ্তাহ পালনের অনুষ্ঠানও।

এদিকে রাজ্য  স্বাস্থ্য দফতরের মতে, আজ, শনিবার তৃতীয় ঢেউয়ের ষষ্ঠ দিন। দৈনিক আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই সাড়ে ৬ হাজার গণ্ডি ছুঁয়ে ফেলেছে। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী অবশ্য জানিয়েছেন, ‘পরিস্থিতি যতই ভয়াবহ হোক, আমরা প্রস্তুত। সমস্ত বড় হাসপাতালগুলিকে ৫০ শতাংশ বেড় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালগুলিতে বলা হয়েছে, দ্বিতীয় ঢেউ-র সময়ে যত সংখ্যক বেড ছিল, ১ সপ্তাহের মধ্যে তার ৫০ শতাংশ ও ২ সপ্তাহের মধ্যে ১০০ শতাংশ বেডই পুর্নব্যবহার করতে হবে। তবে সূত্রের খবর  ২ জানুয়ারি থেকে দুয়ারে সরকার ক্য়াম্প না করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। বাতিল হয়ে গিয়েছে ৩ জানুয়ারি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাত্র সপ্তাহ পালনের অনুষ্ঠানও।

সারা দেশে সংক্রমণের হারে প্রথম হিমাচলের লাহৌল–স্পিতি। এবং কলকাতা দ্বিতীয়।  হিমাচল প্রদেশ কলকাতার থেকে মাত্র এক শতাংশ বেশি। 

রাজ্যে শুক্রবার আক্রান্ত হয়েছেন ৩,৪৫১ জন। মৃত্যু হয়েছে সাত জনের। তার মধ্যে চার জনই কলকাতার বাসিন্দা। বৃহস্পতিবার সেই সংখ্যাটা ছিল ১২। এই নিয়ে রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৭৭১ জন। রাজ্যে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১২,৬৪৪ জন।

 

  • Related Posts

    খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে ভরদুপুরে শুট আউট, অভিযুক্ত তৃণমূলের একাংশ

    Newsbazar24:ভোট বঙ্গে ভরদুপুরে শুট আউট। রাস্তাঘাটে নয় খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে দুষ্কৃতীরা গুলি চালালো। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ায় তিন নম্বর পঞ্চায়েত অফিসে। ঘটনায় আহত দুই। আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে…

    ৫ই মে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে মালদহে জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে

    Newsbazar24:আগামী ৭ই মে মালদহের দুই কেন্দ্র মালদহ উত্তর ও মালদহ দক্ষিণে নির্বাচন। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে মালদহের দুই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী ও মুস্তাক আলমের সমর্থনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ২০২৪ এর মাধ্যমিকে মালদহ শহরকে টেক্কা দিল কালিয়াচকের আবাসিক মিশনের চার ছাত্র

    ২০২৪ এর মাধ্যমিকে মালদহ শহরকে টেক্কা দিল কালিয়াচকের আবাসিক মিশনের চার ছাত্র

    মিশন “সুধার” এর অধীনে মালদা স্টেশন চত্বরে নিবিড় পরিচ্ছন্নতা অভিযান

    মিশন “সুধার” এর অধীনে  মালদা স্টেশন চত্বরে  নিবিড় পরিচ্ছন্নতা অভিযান

    তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তমলুকে উত্তেজনা, শোনা গেল চোর চোর স্লোগান

    তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তমলুকে উত্তেজনা, শোনা গেল চোর চোর স্লোগান

    খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে ভরদুপুরে শুট আউট, অভিযুক্ত তৃণমূলের একাংশ

    খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে ভরদুপুরে শুট আউট, অভিযুক্ত তৃণমূলের একাংশ

    নির্বাচনী প্রচারে সন্ধ্যায় কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, বেশ কিছু রাস্তায় থাকছে যান চলাচল নিয়ন্ত্রণ

    নির্বাচনী প্রচারে সন্ধ্যায় কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, বেশ কিছু রাস্তায় থাকছে যান চলাচল নিয়ন্ত্রণ

    মালদায় বিজেপি কর্মীর গাড়ি থেকে উদ্ধার হল প্রায় আট লক্ষ টাকা

    মালদায় বিজেপি কর্মীর গাড়ি থেকে উদ্ধার হল প্রায় আট লক্ষ টাকা