Leagends Derby at Malda :জমজমাট লেজেন্ডস ডার্বি, সাডেন ডেথে জয়ী লাল হলুদ

কার্তিক পাল,Newsbazar 24:- এই প্রথম ডার্বির উন্মাদনা গ্রহণ করল মালদহের ক্রীড়া প্রেমীরা ।হোক না তা অবসর নেওয়া ফুটবলারদের।এই বয়সেও রহিম নবী মেহতাব হোসেন, অ্যালভিটো ডি কুনহা,ষষ্ঠী দুলে, দীপঙ্কর রায়, অমিত দে, সূর্য বিকাশ এদের পায়ের কাজ মালদহে ক্রীড়া প্রেমিদের মুগ্ধ করল।
বৃহস্পতিবার বিকেল চারটায় মালদহে দর্শক পরিপূর্ণ ডিএসএ স্টেডিয়ামে ইস্টবেঙ্গল লিজেন্ডস বনাম মোহনবাগান লিজেন্ডসের ডার্বি ম্যাচ উপভোগ করল মালদহের ক্রীড়া প্রেমীরা। টানটান উত্তেজনার মধ্যে নির্ধারিত সময় খেলার ফলাফল ছিল ১-১। খেলা গড়ালো টাইব্রেকার পর্যন্ত। টাইব্রেকারেও খেলার ফলাফল ছিল সমান সমান। দুই দলই একটি করে মিস করে। টাইব্রেকার থেকে সাডেন ডেথ পর্যন্ত গড়ালো খেলা। শেষ পর্যন্ত শেষ হাসি হাসলেন ইস্টবেঙ্গল লিজেন্ডস।
তবে এদিন ইস্টবেঙ্গলের এই জয়ের পেছনে মুখ্য কারিগর ছিলেন গোল রক্ষক শাহারুখ খান। তিনি কমপক্ষে পাঁচ ছয়টি নিশ্চিত গোল বাঁচিয়ে ইস্টবেঙ্গলের সম্মান রক্ষা করেন। নির্ধারিত সময়ের খেলায় প্রথমার্ধ ছিল গোলশূন্য । দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ইস্টবেঙ্গলের অধিনায়ক মেহতাব হোসেন। কিছুক্ষণের মধ্যেই মোহনবাগানের হয়ে গোল শোধ করেন শুকদেব মূর্মু। তবে এদিন ইস্টবেঙ্গলের চেয়ে মোহনবাগানের আক্রমণভাগ ছিল অত্যন্ত সক্রিয়। তবে দ্বিতীয়ার্ধে লাল হলুদের আক্রমণ ভাগ জ্বলে ওঠে তারই ফলশ্রুতি হিসেবে ম্যাচের ৩৫ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে একটি পাস ধরে রহিম নবীর বাম পায়ের একটি দুর্দান্ত শট জালে জড়িয়ে যায়। তবে মিনিট দুয়েকের মধ্যে ইস্টবেঙ্গল সমর্থকদের উল্লাস থামতে না থামতেই সবুজ মেরুনের হয়ে গোল শোধ করেন সুখদেব মূর্মু।
খেলার ফয়সলা করার জন্য ম্যাচকে টাই ব্রেকার পর্যন্ত নিয়ে যান রেফারি। টাইব্রেকারেও ফলাফল হয় ৪-৪।এরপর সাডেন ডেথ শুরু হয়। প্রথমে ইস্টবেঙ্গল গোল করে এগিয়ে যায়। এবারে গোলরক্ষক শাহরুখ খানকে সরিয়ে ইস্টবেঙ্গল হয়ে গোল রক্ষা করতে এগিয়ে আসেন সেই অ্যালভিটো ডি কুনহা।এবারে গোল বাঁচান অ্যালভিটো। জয়ী হয় লাল হলুদ।
এদিন এই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন মালদহের জেলা সমাহর্তা নীতিন সিংহানিয়া জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব , ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও এদিনের এই ম্যাচের উদ্যোক্তা উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের সদস্য প্রসেনজিত্‍ দাস সহ অন্যান্য জেলার বিশিষ্ট ক্রীড়া প্রেমী মানুষেরা।
খেলার বিরতিতে পরিপূর্ণ গ্যালারি দেখে উচ্ছ্বসিত অভিভূত মোহনবাগান লেজেন্ড দলের অধিনায়ক রহিম নবী বলেন, মালদহে বহু প্রতিভাবান ফুটবলার রয়েছেন। মালদহে ভাল মাঠ আছে, এখানে খেলার উপযোগী পরিবেশ রয়েছে। ফুটবলার তৈরি করতে হবে। প্রয়োজন পড়লে আমরা মালদহে আবারও আসব খেলোয়াড় তৈরির লক্ষ্যে। একই কথার প্রতিধ্বনি ও প্রতিশ্রুতি আমরা পেলাম লাল হলুদের অধিনায়ক মেহেতাব হোসেনের কাছ থেকেও।

  • Desk-2

    Related Posts

    খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে ভরদুপুরে শুট আউট, অভিযুক্ত তৃণমূলের একাংশ

    Newsbazar24:ভোট বঙ্গে ভরদুপুরে শুট আউট। রাস্তাঘাটে নয় খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে দুষ্কৃতীরা গুলি চালালো। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ায় তিন নম্বর পঞ্চায়েত অফিসে। ঘটনায় আহত দুই। আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে…

    ৫ই মে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে মালদহে জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে

    Newsbazar24:আগামী ৭ই মে মালদহের দুই কেন্দ্র মালদহ উত্তর ও মালদহ দক্ষিণে নির্বাচন। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে মালদহের দুই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী ও মুস্তাক আলমের সমর্থনে…

    You Missed

    মালদায় রেল ব্রিজের নিচ থেকে দশম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার

    মালদায় রেল ব্রিজের নিচ থেকে দশম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার

    ২০২৪ এর মাধ্যমিকে মালদহ শহরকে টেক্কা দিল কালিয়াচকের আবাসিক মিশনের চার ছাত্র

    ২০২৪ এর মাধ্যমিকে মালদহ শহরকে টেক্কা দিল কালিয়াচকের আবাসিক মিশনের চার ছাত্র

    মিশন “সুধার” এর অধীনে মালদা স্টেশন চত্বরে নিবিড় পরিচ্ছন্নতা অভিযান

    মিশন “সুধার” এর অধীনে  মালদা স্টেশন চত্বরে  নিবিড় পরিচ্ছন্নতা অভিযান

    তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তমলুকে উত্তেজনা, শোনা গেল চোর চোর স্লোগান

    তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তমলুকে উত্তেজনা, শোনা গেল চোর চোর স্লোগান

    খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে ভরদুপুরে শুট আউট, অভিযুক্ত তৃণমূলের একাংশ

    খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে ভরদুপুরে শুট আউট, অভিযুক্ত তৃণমূলের একাংশ

    নির্বাচনী প্রচারে সন্ধ্যায় কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, বেশ কিছু রাস্তায় থাকছে যান চলাচল নিয়ন্ত্রণ

    নির্বাচনী প্রচারে সন্ধ্যায় কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, বেশ কিছু রাস্তায় থাকছে যান চলাচল নিয়ন্ত্রণ