যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে দাবিতে রাজ্যপালের সামনে বিক্ষোভ পড়ুয়াদের

Newsbazar 24:ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে কলকাতা মেডিকেল কলেজের পর এবার উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিক্ষোভে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন ফেটসু ও বাম ছাত্র সংগঠন এসএফআই। বিক্ষোভকে কেন্দ্র করে
চরম উত্তেজনার সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় চত্বরে।
শনিবার ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান ।
সেখানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যপাল। প্ল্যাকার্ড হাতে
বিক্ষোভে নেমে পড়েন ছাত্র-ছাত্রীরা, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রাজ্যপালের গাড়ির সামনে ক্রমাগত স্লোগান দেন তাঁরা। পতাকা, প্ল্যাকার্ড হাতে নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বর ঘিরে রাখেন আন্দোলনরত পড়ুয়ারা।
তাঁদের বক্তব্য, ২০২০ সালে শেষ ছাত্র সংসদের ভোট হয়। এরপর আর নির্বাচন হয়নি।
অবশেষে বিক্ষোভকারী পড়ুয়াদের সাথে ৫-১০ মিনিট কথা বলেন রাজ্যপাল। ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি পরে আলোচনা করে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
আন্দোলনকারী ছাত্রদের বক্তব্য, “গত তিন বছর ধরে বিশ্ববিদ্যালয়ে কোনও ছাত্র সংসদের ভোট হয়নি। অগণতান্ত্রিকভাবে সমস্ত নীতি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের ইউনিয়নকে কার্যত অপ্রাসঙ্গিক করে দেওয়ার একটা প্রয়াস চলছে। এটা আমরা মানব না। আমাদের স্পষ্ট দাবি, অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন হোক । ছাত্র ছাত্রীদের অধিকারের জায়গা এটা। আজ বহু পড়ুয়া সমাবর্তন থেকে ডিগ্রি নেবেন না। তাঁরা ভিতরে জানাবেন, তাঁরা ভোট চান।
এর আগেও সমাবর্তনের মঞ্চে শংসাপত্র নিতে অস্বীকার করেছেন ছবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।
তবে এদিন সমাবর্তনের হলে কোনও স্লোগানিং হয়নি। যা হয় তা বাইরেই। তবে তাঁদের স্পষ্ট কথা, রাজ্যপালকে অসম্মান করার কোনও ভাবনা তাঁদের মনে নেই। দাবি একটাই, ছাত্র সংসদের ভোট হোক দ্রুত।ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, রাজ্যপালকে অসম্মানের ভাবনা যখন নেই তাহলে এই দিনটাই তাঁরা দাবিদাওয়া নিয়ে সোচ্চার হওয়ার জন্য কেন বেছে নিলেন?
যাঁরা ছাত্র সংসদের দাবি নিয়ে সরব হয়েছেন তাঁদের বক্তব্য, এরকম একটা দিন রাজ্যপাল স্বয়ং ক্যাম্পাসে এসেছেন, সেখানে নিজেদের বক্তব্য তুলে ধরলে অনেক বৃহত্‍ স্তরে দাবি পৌঁছে দেওয়া যাবে। রাজ্যপাল বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন। চারজন তাঁর সঙ্গে দেখা করতে যাবেন বলে জানা গেছে।

  • Desk-2

    Related Posts

    মিশন “সুধার” এর অধীনে মালদা স্টেশন চত্বরে নিবিড় পরিচ্ছন্নতা অভিযান

    Newsbazar24:পূর্ব রেলের মালদা ডিভিশনের উদ্যোগে বিভিন্ন স্টেশন গুলোতে চলছে ‘মিশন সুধার’। এই মিশনের উদ্দেশ্য স্টেশন গুলিতে পরিচ্ছন্নতার সার্বিক উন্নতি। মালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে মালদা বিভাগের ডিআরএম বিকাশ চৌবের নেতৃত্বে…

    খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে ভরদুপুরে শুট আউট, অভিযুক্ত তৃণমূলের একাংশ

    Newsbazar24:ভোট বঙ্গে ভরদুপুরে শুট আউট। রাস্তাঘাটে নয় খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে দুষ্কৃতীরা গুলি চালালো। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ায় তিন নম্বর পঞ্চায়েত অফিসে। ঘটনায় আহত দুই। আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে…

    You Missed

    মালদায় রেল ব্রিজের নিচ থেকে দশম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার

    মালদায় রেল ব্রিজের নিচ থেকে দশম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার

    ২০২৪ এর মাধ্যমিকে মালদহ শহরকে টেক্কা দিল কালিয়াচকের আবাসিক মিশনের চার ছাত্র

    ২০২৪ এর মাধ্যমিকে মালদহ শহরকে টেক্কা দিল কালিয়াচকের আবাসিক মিশনের চার ছাত্র

    মিশন “সুধার” এর অধীনে মালদা স্টেশন চত্বরে নিবিড় পরিচ্ছন্নতা অভিযান

    মিশন “সুধার” এর অধীনে  মালদা স্টেশন চত্বরে  নিবিড় পরিচ্ছন্নতা অভিযান

    তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তমলুকে উত্তেজনা, শোনা গেল চোর চোর স্লোগান

    তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তমলুকে উত্তেজনা, শোনা গেল চোর চোর স্লোগান

    খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে ভরদুপুরে শুট আউট, অভিযুক্ত তৃণমূলের একাংশ

    খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে ভরদুপুরে শুট আউট, অভিযুক্ত তৃণমূলের একাংশ

    নির্বাচনী প্রচারে সন্ধ্যায় কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, বেশ কিছু রাস্তায় থাকছে যান চলাচল নিয়ন্ত্রণ

    নির্বাচনী প্রচারে সন্ধ্যায় কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, বেশ কিছু রাস্তায় থাকছে যান চলাচল নিয়ন্ত্রণ