নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে শিল্প স্থাপন, বিনিয়োগ ও কর্মসংস্থান সহ একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

Newsbazar 24:রাজ্যে শিল্প স্থাপন, বিনিয়োগ, ও কর্মসংস্থানের লক্ষ্যে গতকাল নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব ও বিভিন্ন দফতরের সচিবেরা। অর্থনৈতিক করিডর স্থাপন এবং রাজ্যে শিল্পে বিভিন্ন বিনিয়োগের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের কথা ঘোষণা করেন তিনি।
এদিন মমতা ঘোষণা করেন, নভেম্বর মাসের ২১ থেকে ২৩ বাংলায় শিল্প সম্মেলন হবে।
কলকাতায় তৈরি হবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ২১ মার্চ মউ স্বাক্ষর হবে। ৩৫ লক্ষ বর্গ ফুট জমির উপর এই সেন্টার তৈরি হবে। ৩০ হাজার চাকরি তৈরি হবে। ডবলু টি ও দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। চাষের অযোগ্য জমি অধিগ্রহণ করা হবে। তবে কারও থেকে জোর করে জমি নেওয়া হবে না। তিনি ঘোষণা করেন রাজ্যের পর্যটনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবেন দেব। কারণ শাহরুখ সময় দিতে পারছেন না।
এদিন মুখ্যমন্ত্রী সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা, টাটা হিতাচি, জামশেদপুরে তাদের কারখানা তুলে নিয়ে পশ্চিমবঙ্গের খড়গপুরে চলে আসছে। রাজ্যেই তাদের কারখানা তৈরি করবে সংস্থাটি। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুরে আন্দোলনের জেরে ন্যানো গাড়ি তৈরির প্রকল্প বাংলা থেকে গুজরাতের সানন্দে নিয়ে চলে গিয়েছিল টাটা গোষ্ঠী। সেদিক দিয়ে জামশেদপুর থেকে কারখানা গুটিয়ে টাটা হিতাচির পশ্চিমবঙ্গে চলে আসাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবি শিল্প মহলের।
রাজ্যে এর আগেও বিনিয়োগ করেছে টাটা গোষ্ঠী। টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস), টাটা মেটালিক্সে বিনিয়োগ হয়েছে। এর ফলে রাজ্যে কর্মসংস্থান হয়েছে বলে দাবি করেছিলেন শিল্পমন্ত্রী।
মুখ্যমন্ত্রী আরও জানান মেট্রোর কোচ এবং ওয়াগনও তৈরি হবে এই রাজ্যে। এর ফলে প্রচুর কর্মসংস্থানও হবে।
বাংলার ডেয়ারি প্রসঙ্গে তিনি বলেন , আমি চাইছি ফ্র্যাঞ্চাইজি দিতে। তাহলে ব্লকে ব্লকে ব্যবসা হতে পারে। আমরা জায়গা দেব, দোকান দেব।
প্রয়োজনে বিশ্ববঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান করা যেতে পারে। বাংলার সিনেমা ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। সিলিকন ভ্যালিতে জমি ফেলে রাখা প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জায়গা নিয়ে ফেলে রেখেছে, হয় তারা শিল্প গড়ুক, নাহলে জমি ফেরত নিয়ে নেওয়া হবে।
দেউচায় খনি প্রসঙ্গে তিনি বলেন, এখানকার কয়লা অত্যন্ত মূল্যবান হবে বলে তার আশা। কাজ এবছরেই শুরু হবে।

  • Desk-2

    Related Posts

    মিশন “সুধার” এর অধীনে মালদা স্টেশন চত্বরে নিবিড় পরিচ্ছন্নতা অভিযান

    Newsbazar24:পূর্ব রেলের মালদা ডিভিশনের উদ্যোগে বিভিন্ন স্টেশন গুলোতে চলছে ‘মিশন সুধার’। এই মিশনের উদ্দেশ্য স্টেশন গুলিতে পরিচ্ছন্নতার সার্বিক উন্নতি। মালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে মালদা বিভাগের ডিআরএম বিকাশ চৌবের নেতৃত্বে…

    খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে ভরদুপুরে শুট আউট, অভিযুক্ত তৃণমূলের একাংশ

    Newsbazar24:ভোট বঙ্গে ভরদুপুরে শুট আউট। রাস্তাঘাটে নয় খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে দুষ্কৃতীরা গুলি চালালো। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ায় তিন নম্বর পঞ্চায়েত অফিসে। ঘটনায় আহত দুই। আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে…

    You Missed

    ২০২৪ এর মাধ্যমিকে মালদহ শহরকে টেক্কা দিল কালিয়াচকের আবাসিক মিশনের চার ছাত্র

    ২০২৪ এর মাধ্যমিকে মালদহ শহরকে টেক্কা দিল কালিয়াচকের আবাসিক মিশনের চার ছাত্র

    মিশন “সুধার” এর অধীনে মালদা স্টেশন চত্বরে নিবিড় পরিচ্ছন্নতা অভিযান

    মিশন “সুধার” এর অধীনে  মালদা স্টেশন চত্বরে  নিবিড় পরিচ্ছন্নতা অভিযান

    তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তমলুকে উত্তেজনা, শোনা গেল চোর চোর স্লোগান

    তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তমলুকে উত্তেজনা, শোনা গেল চোর চোর স্লোগান

    খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে ভরদুপুরে শুট আউট, অভিযুক্ত তৃণমূলের একাংশ

    খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে ভরদুপুরে শুট আউট, অভিযুক্ত তৃণমূলের একাংশ

    নির্বাচনী প্রচারে সন্ধ্যায় কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, বেশ কিছু রাস্তায় থাকছে যান চলাচল নিয়ন্ত্রণ

    নির্বাচনী প্রচারে সন্ধ্যায় কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, বেশ কিছু রাস্তায় থাকছে যান চলাচল নিয়ন্ত্রণ

    মালদায় বিজেপি কর্মীর গাড়ি থেকে উদ্ধার হল প্রায় আট লক্ষ টাকা

    মালদায় বিজেপি কর্মীর গাড়ি থেকে উদ্ধার হল প্রায় আট লক্ষ টাকা