ইসরায়েলি সেনাবাহিনীরই এক সদস্যের গুলিতে দুই ইসরায়েলি কর্মকর্তা নিহত।।

newsbazar 24::ইসরায়েলি সেনাবাহিনীরই এক সদস্যের  গুলিতে দুই ইসরায়েলি কর্মকর্তা নিহত হয়েছেন।  অধিকৃত পশ্চিম তীরে একটি ঘাঁটির কাছে নিরাপত্তা টহল চলাকালে এ ঘটনা ঘটে। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানান। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সেই দেশের সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘটনা সম্পর্কে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভুলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক সদস্যের গুলিতে দুই কর্মকর্তা নিহত হয়েছেন। ওই দুইজন হলেন, মেজর ওফেক আহারন (২৮) ও মেজর ইতামার এলাহার (২৬)।

সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, ফিলিস্তিনি হামলাকারীভেবে ইউনিটের এক সেনা সদস্য ওই কর্মকর্তাদের দিকে গুলি ছোঁড়েন। এতেই তারা নিহত হন।

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানায়, নবী মুসা ঘাঁটির ফায়ারিং জোনে একটি সামরিক মহড়া শেষ করেন ওই কর্মকর্তারা। এরপর সেখানে সন্দেহভাজন কাউকে শনাক্ত করেন ও আকাশের দিকে গুলি ছোঁড়েন। এরপর ফিলিস্তিনি হামলাকারীভেবে ভুলে অপর পাশ থেকে এক সেনা সদস্য গুলি করেন।

বিবৃতিতে বলা হয়, প্রকৃত ঘটনা জানতে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। এদিকে আইডিএফ এ ঘটনার জন্য নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও সহযোগিতা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীও এক টুইটার বার্তায় এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, নিহত দুই কমান্ডার ইসরায়েলের নিরাপত্তা ও মাতৃভূমি রক্ষায় অনেক বছর ধরে কাজ করেছেন।

  • Related Posts

    খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে ভরদুপুরে শুট আউট, অভিযুক্ত তৃণমূলের একাংশ

    Newsbazar24:ভোট বঙ্গে ভরদুপুরে শুট আউট। রাস্তাঘাটে নয় খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে দুষ্কৃতীরা গুলি চালালো। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ায় তিন নম্বর পঞ্চায়েত অফিসে। ঘটনায় আহত দুই। আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে…

    ৫ই মে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে মালদহে জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে

    Newsbazar24:আগামী ৭ই মে মালদহের দুই কেন্দ্র মালদহ উত্তর ও মালদহ দক্ষিণে নির্বাচন। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে মালদহের দুই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী ও মুস্তাক আলমের সমর্থনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মিশন “সুধার” এর অধীনে মালদা স্টেশন চত্বরে নিবিড় পরিচ্ছন্নতা অভিযান

    মিশন “সুধার” এর অধীনে  মালদা স্টেশন চত্বরে  নিবিড় পরিচ্ছন্নতা অভিযান

    তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তমলুকে উত্তেজনা, শোনা গেল চোর চোর স্লোগান

    তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তমলুকে উত্তেজনা, শোনা গেল চোর চোর স্লোগান

    খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে ভরদুপুরে শুট আউট, অভিযুক্ত তৃণমূলের একাংশ

    খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে ভরদুপুরে শুট আউট, অভিযুক্ত তৃণমূলের একাংশ

    নির্বাচনী প্রচারে সন্ধ্যায় কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, বেশ কিছু রাস্তায় থাকছে যান চলাচল নিয়ন্ত্রণ

    নির্বাচনী প্রচারে সন্ধ্যায় কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, বেশ কিছু রাস্তায় থাকছে যান চলাচল নিয়ন্ত্রণ

    মালদায় বিজেপি কর্মীর গাড়ি থেকে উদ্ধার হল প্রায় আট লক্ষ টাকা

    মালদায় বিজেপি কর্মীর গাড়ি থেকে উদ্ধার হল প্রায় আট লক্ষ টাকা

    প্রকাশিত হল এবারের মাধ্যমিক পরীক্ষার ফল ,পাশের হার ৮৬.৩১%

    প্রকাশিত হল এবারের মাধ্যমিক পরীক্ষার ফল ,পাশের হার ৮৬.৩১%