আই এস এলে মোহনবাগানের ইতিহাস সৃষ্টি করল, প্রথমবার লীগ শিল্ড জয়

Spread the love

Newsbazar24 :সবুজ মেরুনের মুকুটে আরো একটি পালক যোগ।আইএসএলে ইতিহাস তৈরি করল তারা।এই প্রতিযোগিতায় এবারই প্রথম লিগ-শিল্ড জিতল সবুজ মেরুন। সোমবার ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসি-কে ২-১ গোলে পরাজিত করল। মোহনবাগানের হয়ে গোল দুটি করেন লিস্টন কোলাসো এবং জেসন কামিংস।
মুম্বইয়ের একমাত্র গোল করেন লালিয়ানজুয়ালা ছাংতের। গত বছর তারা আইএসএলের ট্রফি জিতেছিল। কিন্তু লিগ-শিল্ড কখনও জেতেনি তারা। এবার সেই আশা পূরণ হল মোহনবাগানের। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ-শিল্ড শেষ করল তারা। এই জয়ের সুবাদে পরের মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে সরাসরি খেলার সুযোগও পেয়ে গেল মোহনবাগান।
এখনও দেখার দ্বিতীয়বার আইএসএলের ট্রফি জিততে পারেন কিনা?
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে সবুজ মেরুনের আধিপত্য ছিল। যার ফলশ্রুতি এই ম্যাচে মোহনবাগানের জয়। দু’গোলে এগিয়ে গিয়েও তাদের মধ্যে কোনও রকম আত্মবিশ্বাস দেখা যায়নি। অন্য দিকে, মুম্বই হারল নিজেদের ভুলে। তারা চাইছিল খেলাটিকে ড্র রাখতে তাহলেই তারা লিগ-শিল্ড জিতবে। প্রথম থেকে বল পায়ে রেখে সময় নষ্ট করতে চাইছিল। যথেষ্ট আক্রমণাত্মক ছিল না তারা। এই মনোভাব তাদেরকে মরিয়া মোহনবাগানের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য করে।
ম্যাচের শেষ দিকে দু’দলের খেলোয়াড়দেরই উত্তেজিত হয়ে পড়তে দেখা যায়। মোহনবাগানের হ্যামিল লাল কার্ড দেখেন । কামিংস এবং লাচেনপাকেও হলুদ কার্ড দেখানো হয় পরের দিকে। ম্যাচের ৮৯ মিনিটে মোহনবাগানের ভুলে গোল করেন মুম্বই সিটি এফসির ছাংতে। কিন্তু তাতেও লাভ হয়নি। লিগ-শিল্ড জিতেই মোহনবাগান এদিন আই এস এল এর ইতিহাসে নিজেদের মুকুটে নতুন পালক জূড়ল।

  • Desk-2

    Related Posts

    ত্রি মুকুট জয়ের স্বপ্ন অধরা,আইএসএল কাপ ফাইনালে ৩-১এ পরাজিত সবুজ মেরুন ব্রিগেড

    Spread the love

    Spread the love *মোহনবাগান ১ (কামিংস)মুম্বই সিটি ৩ (দিয়াস, বিপিন, ইয়াকুব)* Newsbazar24:ত্রিমুকুট জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল সবুজ মেরুনের। আইএসএল কাপ ফাইনালে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হলো মোহনবাগানকে। যা…

    বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বেঙ্গল প্রো টি-২০ লিগের ট্রফির আবরণ উন্মোচন

    Spread the love

    Spread the loveNewsbazar24;সিএবির পক্ষ থেকে রাজ্য ভিত্তিক টি-২০ প্রতিযোগিতা বেঙ্গল প্রো টি-২০ লিগের ঘোষণা আগেই করা হয়েছিল। এদিন শহরের এক বেসরকারি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার ট্রফির আবরণ উন্মোচন…

    You Missed

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে মৃত দুই

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে  মৃত দুই

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    রাত পোহালেই বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    রাত পোহালেই  বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

    মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে বিভ্রান্তি

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে  বিভ্রান্তি

    কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আবারো নতুন ছবিতে জুটি বাঁধছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা

    কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আবারো নতুন ছবিতে জুটি বাঁধছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা
    Contact