No Comments

রাস্তার ধারে লরি দাঁড় করিয়ে রাখার প্রতিবাদ করায় আক্রান্ত এক যুবক।।

newsbazar 24 ::রাস্তার ধারে লরি দাঁড় করিয়ে রাখার প্রতিবাদ করায় লরির মালিক ও ড্রাইভারের হাতে  আক্রান্ত এক যুবক। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মালদা শহরের গয়েশপুর এলাকায়। আক্রান্ত যুবক হাসিনুল ইসলাম (২৭)।চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্ত যুবকের বাড়ি কালিয়াচক থানার কদমতলা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে মালদা শহরের গয়েশপুর এলাকায় আত্মীয়র বাড়িতে মোটর বাইক নিয়ে ঘুরতে যাচ্ছিলেন। সেই সময় গয়েশপুর গুল ফ্যাক্টরির সামনে রাস্তায় দাঁড়িয়েছিলেন বেশ কয়েকটি লরি। সেই  ‍সময় যানজটের মধ্যে পড়ে ওই যুবক। তখনই মোটর বাইক থেকে নেমে সে প্রতিবাদ করে স্কুল অফিস টাইমে কেন এভাবে লরি গুলি রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে। তখনই ওই যুবকের ওপর চড়াও হয় লরির মালিক ও ড্রাইভাররা বলে অভিযোগ। লোহার রড থেকে শুরু করে বিভিন্ন ধরনের লাঠি দিয়ে ওই যুবককে বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রা ছুটে এসে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।