দোকান খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাগরেদ পার্থ চট্টোপাধ্যায় ও তার এজেন্টরা : শুভেন্দু

Newsbazar24:নিয়োগ দুর্নীতি মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২৫,৭৫৩ জনের চাকরি চলে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রায়গঞ্জের প্রচার সভা থেকে এই রায়কে বেআইনি আখ্যা দিয়ে ইতিমধ্যেই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবার কথা ঘোষণা করেছেন।
অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বালুরঘাটের সভা থেকে দাবি করেন, অযোগ্যদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছিল!
শুভেন্দু অধিকারী বলেন,’কলকাতা হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কিছু বলার নেই। দোকান খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাগরেদ পার্থ চট্টোপাধ্যায় ও তার এজেন্টরা। ৩০ লক্ষ চাকরিপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।”
সুকান্ত মজুমদারের সমর্থনে সোমবার বালুরঘাটে সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানে কলকাতা হাইকোর্টের রায় প্রসঙ্গে তিনি বলেন, ”কলকাতা হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে। যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনও মন্তব্য নেই। এদের সামনে দোকান খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সাগরেদ পার্থ চট্টোপাধ্যায়। ২৬ লক্ষ চাকরিপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।’
এই বেআইনি নিয়োগ নিয়ে তাঁর দাবি, চোরদের নিয়োগ করার জন্য বাড়তি পোস্ট তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২২ সালের ৫ মে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সেই ক্যাবিনেটে মিটিংএ যারা উপস্থিত ছিল তাদের সবাইকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করেন তিনি।
রায়গঞ্জের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, যাদের চাকরি যাওয়ার কথা বলেছে, তাদের বলছি, আমরা সবাই আপনাদের পাশি আছি। চিন্তা করবেন না, হতাশ হবেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন না।
কলকাতা হাইকোর্ট সোমবারের রায়ে স্পষ্ট জানিয়েছে, স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দফতরের যে সব অফিসাররা এই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যে অফিসাররা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছিলেন, সিবিআই চাইলে তাঁদের হেফাজতে নিতে পারবে। শুভেন্দু অধিকারীর এই প্রেক্ষিতেই দাবি, বেআইনি নিয়োগ করতে অনেক অতিরিক্ত পদ তৈরি (সুপারনিউমেরিক পদ) করা হয়েছিল মন্ত্রিসভার বৈঠকেই। অভিযোগ, নিয়োগ করার মতো পর্যাপ্ত শূন্যপদ ছিল না। এসএসসিতে টাকার বিনিময়ে যাঁরা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন, তাঁদেরই চাকরি দিতে এই পদ তৈরি করা হয়েছিল।

  • Desk-2

    Related Posts

    যাদবপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের জনসংযোগ যাত্রায় ব্যাপক সাড়া

    Newsbazar24:আগামী ১লা জুন যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট। এবছর যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডঃ অনির্বাণ গাঙ্গুলী। সকাল থেকে রাত পর্যন্ত তিনি দুর্বার গতিতে প্রচার করে চলেছেন দলীয় কর্মীদের সাথে নিয়ে। শুক্রবার…

    সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রায়বেরেলি থেকে গান্ধী পরিবারের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিলেন রাহুল গান্ধী

    Newsbazar24:শুক্রবার উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেসের বিদায়ী সাংসদ রাহুল গান্ধী। এদিন মনোনয়নপূর্ব জমা দেওয়ার শেষ পর্বে তিনি মনোনয়নপত্র জমা দেন। তার সাথে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা…

    You Missed

    বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বেঙ্গল প্রো টি-২০ লিগের ট্রফির আবরণ উন্মোচন

    বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বেঙ্গল প্রো টি-২০ লিগের  ট্রফির আবরণ উন্মোচন

    যাদবপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের জনসংযোগ যাত্রায় ব্যাপক সাড়া

    যাদবপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের জনসংযোগ যাত্রায় ব্যাপক সাড়া

    সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রায়বেরেলি থেকে গান্ধী পরিবারের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিলেন রাহুল গান্ধী

    সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রায়বেরেলি থেকে গান্ধী পরিবারের  উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিলেন রাহুল গান্ধী

    রাজ্যপালের উপর অভিযোগে কথা বললেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি

    রাজ্যপালের উপর অভিযোগে কথা বললেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি

    নিজের ভোট নিজে দিন ! মালদায় বারোটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন

    নিজের ভোট নিজে দিন ! মালদায় বারোটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন

    গাজোলের এক পুকুরের জলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য

    গাজোলের এক পুকুরের জলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য