Thursday , 10 August 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Panchayat Board Election:বোর্ড গঠন কে কেন্দ্র করে চরম উত্তেজনা মালদহে, সিপিএম সদস্য অপহরণ, আক্রান্ত পুলিশ

প্রতিবেদক
kartik pal
August 10, 2023 9:10 pm

Newsbazar 24:পঞ্চায়েত বোর্ড গঠনের দ্বিতীয় দিনেও দফায় দফায় উত্তেজনা মালদহে। বুধবারও পঞ্চায়েত বোর্ড গঠন কে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল মালদহের একাধিক ব্লক। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ ও র‍্যাফ। বৃহস্পতিবারও সেই ছবি দেখা গেল। বৃহস্পতিবার মালদহের গাজলের বাবুপুরে শাসকদল তৃণমূল কংগ্রেস ও বাম-কংগ্রেস জোটের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রসঙ্গত গাজলের এই বাবুপুর গ্রাম পঞ্চায়েতে আদিবাসী সিপিআইএম প্রার্থী দিপালী বেসরা তৃণমূলের যোগদান করেছেন। সিপিএম সহ ঝাড়খন্ড দিশম পার্টির অভিযোগ দিপালীকে অপহরণ করা হয়েছে। আর এই অপহরণের ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল গাজোলের বাবুপুর গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে হারাবার জন্য মহাজোট গঠন করেছিল বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং ঝাড়খণ্ড দিশম পার্টি।

ভোটে ১২টি আসনের মধ্যে তৃণমূল ৫টি আসন, সিপিএমের ৩টি, কংগ্রেসের ২টি, বিজেপি ১টি, ও নির্দল ১টি করে আসন লাভ করে। ফলাফল ত্রিশঙ্কু হলেও,মহাজোটের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করার কথা ছিল মহাজোটের। কিন্তু মাঝখানে আদিবাসীদের সমর্থনে সিপিআইএমের প্রতীকে নির্বাচিত সিপিএম সদস্য দীপালি বেসরা তৃণমূলে যোগদান করায় গ্রাম পঞ্চায়েতে তৃণমূল এবং মহাজোটের আসন সংখ্যা ৬-৬ হয়ে যায়। যদিও কয়েকদিন আগে সিপিআইএমের ঐ সদস্যকে অপহরণের অভিযোগে গাজোল থানায় ডেপুটেশন দেয় ঝাড়খন্ড দিশম পার্টির কর্মী-সমর্থকরা। তারপর থেকেই বোর্ড গঠন ঘিরে উত্তেজনার পারদ চড়ছিল। এদিন একেবারে রণক্ষেত্রের চেহারা নিল গ্রাম পঞ্চায়েত চত্বর। পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে উপস্থিত হন গাজল থানার আইসি সহ সিভিক পুলিশের কর্মীরা। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বাম কংগ্রেস সমর্থকেরা।এদিকে আইসি সহ অন্যান্য পুলিশকর্মী এবং গ্রাম পঞ্চায়েতের কর্মীদের অফিস ঘরে আটকে তালা মেরে দেন স্থানীয় বাসিন্দারা। এরপর অতিরিক্ত পুলিশ সুপার শা অমিত কুমার এবং ডিএসপি (ডিঅ্যান্ডটি) মহম্মদ আজহারউদ্দিন খান জেলা থেকে বিশাল পুলিশবাহিনী নিয়ে উপস্থিত হন বাবুপুর গ্রাম পঞ্চায়েত দপ্তর প্রাঙ্গনে।
এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও আবার বিকেল সাড়ে চারটে নাগাদ অবিলম্বে বোর্ড গঠনের দাবিতে ফের উত্তেজনা ছড়ায়। কারণ তখনো পর্যন্ত বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেনি ব্লক প্রশাসন। আর এতেই ক্ষোভ বাড়তে শুরু করে মহাজোটের কর্মী-সমর্থকদের মধ্যে। শেষ খবর পাওয়া পর্যন্ত পর্যন্ত পঞ্চায়েত দপ্তর ঘিরে রেখেছে মহাজোটের কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, আজই পঞ্চায়েতের বোর্ড গঠন করতে হবে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

জেলার চরম রক্ত সংকটে আইএনটিটিইউসির এনবিএসটিসি শাখা

Malda:মালদহের ভূতনিতে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী! দেখানো হলো কালো পতাকা, বিক্ষোভে বাসিন্দারা

করোনার জন্য বদলে গেলো ভোটের নিয়ম ! নেতা থেকে প্রজা সবার জানা দরকার

জাগ্রত বুলবুলচন্ডীর বুড়ি মায়ের প্রতিমা নিরঞ্জনের আকর্ষণীয় শোভাযাত্রা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে খোলা হল বিজেপির যুব মোর্চার মঞ্চ

৩৪ নম্বর জাতীয় সড়কে মাছ বোঝাই ট্রাক উলটে আহত তিন –

এ বার ভোপাল-দিল্লি রুটে বন্দে ভারতে ভেঙে চুরমার জানলার কাচ

জমে উঠেছে ‘শক্তিমান’ খ্যাত মুকেশ খান্না ও শত্রুঘ্ন সিনহার বাক যুদ্ধ

ভূমি পুজোয় থাকছেন না উমা ভারতী ! যিনি নব্বই–এর দশকে রামমন্দির আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন

Malda news ম্যাংগো সিটি প্রেস ক্লাব, নিউজ বাজার২৪ এবং আনন্দময়ী মা সেবা আশ্রমের উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব