Durgapuja 2023: খুঁটিপূজার মধ্যে দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি মালদার কলিগ্রাম ঐক্য সম্মেলনির

Spread the love

Newsbazar24 :শারদ উৎসবের প্রস্তুতি শুরু গোটা মালদা জেলা জুড়ে। পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে ।খুঁটিপুজোর মধ্যে দিয়ে যার সূচনা। পাড়ায় পাড়ায় শুরু হয়েছে পুজোর প্রস্তুতি।ৄ শুক্রবার মালদহের চাচল মহকুমার অন্যতম বিগ বাজেটের পুজো চাঁচল ১নং ব্লকের কলিগ্রামের ঐক্য সম্মেলনি ক্লাব খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার শুভ সূচনা করল।বাঙালির ঘরে উমা আসতে এক মাসও বাকি নেই! বারোয়ারি বা ক্লাবের পুজো, সব জায়গায় প্রস্তুতি চলছে জোরকদমে। খুঁটিপুজোর হাত ধরে উৎসবের ছোঁয়া লাগতে শুরু করেছে। শুক্রবার, ধুমধাম করে পুজোর সূচনা হল চাঁচল ১নং ব্লকের কলিগ্রামের ঐক্য সম্মেলনি ক্লাব। এবার ২০ বছরে পা দিল এই পুজো। এবারের থিম, মহাকাশ গবেষণায় ইসরোর সাফল্য। থিমের প্যান্ডেল হলেও প্রতিমা সাবেকি। পুজোর বাজেট প্রায় চার লক্ষ টাকা। মন্ডপ শয্যার দায়িত্ব থাকছেন বাপ্পা ডেকোরেটর। প্রতিমা তৈরি করছে স্থানীয় মৃৎশিল্পী হীরক নন্দী।এছাড়াও মন্ডপে থাকছে নয়নাভীরাম আলোকসজ্জা। পূজা উদ্যোক্তারা জানিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কর্মকাণ্ড সারা ফেলে দিয়েছে বিশ্বেজুড়ে। ভারতও যে মহাকাশ গবেষণায় সাফল্য পেতে পারে একসময় পশ্চিমি দুনিয়া সেটা ভাবতেই পারত না।কিন্তু ভারত আজ বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে গেছে। ভারতের প্রথম সোলার মিশন আদিত্য এল ওয়ানের সফল উৎক্ষেপন হয়েছে।কিন্তু একসময় প্রবল প্রতিকূলতার মধ্যে পথচলা শুরু করেছিল ইসরো।কিন্তু সেইসব প্রতিকূলতা কাটিয়ে আজ ভারতের মহাকাশ বিজ্ঞানীরা নতুন ইতিহাস সৃষ্টি করছে।ইসরো এই সাফল্য এবং বিজ্ঞানীদের এই কৃতিত্বকে সম্মান জানাতেই এই থিমের ভাবনা।এই থিমের মাধ্যমে মহাকাশ গবেষণায় ইসরোর সাফল্যের অতীত এবং বর্তমানের বিভিন্ন খতিয়ান তুলে ধরা হবে।তুলে ধরা হবে মহাকাশ গবেষণার বিভিন্ন তথ্য।পূজো উদ্যোক্তারা আশা করছেন এই বছর তাদের থিম নজর কাড়বে এলাকায়।সাথে এই থিম দেখে ক্ষুদে পড়ুয়ারাও অনেক কিছু জানতে পারবে।এছাড়াও পূজো উপলক্ষে থাকছে আগমনী অনুষ্ঠান এবং বস্ত্র দান কর্মসূচি।সাথে ঐক্য সম্মেলনির অন্যতম আকর্ষণ দশেরা। ক্লাবের সম্পাদক আদিত্য ব্যানার্জি বলেন,” হাতে সময় আর বেশি নেই। আবহাওয়ার কারণে খুঁটিপূজো প্রায় এক সপ্তাহ পিছিয়ে গেল। এই কম সময়ের মধ্যে সব কিছু করতে হবে। আজ থেকেই আমাদের কাছের উৎসবের শুরু।”মন্ডপসজ্জার দায়িত্বে থাকা শিল্পী বাপ্পা ডেকোরেটর বলেন,” হাতে সময় অনেকটা কমে গেল আবহাওয়ার জন্য। কম সময়ে সমস্ত কাজ করতে হবে।এখানে ইসরোর বিভিন্ন সাফল্য তুলে ধরা হবে। সাথে থাকবে মহাকাশ গবেষণার নানান উল্লেখযোগ্য তথ্য। ছাত্র-ছাত্রীদের তো আশা করছি খুবই ভালো লাগবে।”

  • Desk-2

    Related Posts

    মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

    Spread the love

    Spread the loveNewsbazar24:সৌহার্দ্য মালদা ও নবোদয় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের উদ্যোগে, মালদা জেলার গাজোল ব্লকের আহিলে বিশ্বকবির ১৬৪ তম জন্মদিন উপলক্ষ্যে এদিন মাতৃ দিবসে, রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত…

    Malda Accident:মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের আহত এক

    Spread the love

    Spread the loveNewsbazar24-মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। জখম আরও এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে চাচোল শামসীর ৩১ নম্বর জাতীয় সড়কের জিয়াগাছি এলাকায়। জানা গেছে ট্রাক্টরের সঙ্গে লরির ধাক্কায়…

    You Missed

    বিরোধী এজেন্টদেরকে মারধর ,ভোটারদেরকে বুথে যেতে বাধা শুরু হলো বাংলার চতুর্থ দফা নির্বাচন

    বিরোধী এজেন্টদেরকে মারধর ,ভোটারদেরকে বুথে যেতে  বাধা শুরু হলো বাংলার চতুর্থ দফা নির্বাচন

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে মৃত দুই

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে  মৃত দুই

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    রাত পোহালেই বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    রাত পোহালেই  বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

    মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে বিভ্রান্তি

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে  বিভ্রান্তি
    Contact