Friday , 8 July 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

প্রবন্ধ রচনা : বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা | বিশ্ব উষ্ণায়ন রচনা | বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
July 8, 2022 7:05 pm

বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা | বিশ্ব উষ্ণায়ন রচনা | বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ

ভূমিকা:

বিজ্ঞানের অগ্রগতি এবং উন্নত প্রযুক্তির এই যুগে মানুষ তার স্বার্থের জন্য বারবার প্রকৃতির উপর প্রভাব বিস্তার করেছে। প্রকৃতিকে অবদমন করে মানুষ মেতে উঠেছে সভ্যতার উল্লাসে। কিন্তু যথোচিত সীমা অতিক্রম করা মানুষের এই ঔদ্ধত্য প্রকৃতি মেনে নেয়নি। তারই ভয়াবহ ফলস্বরূপ দেখা যায় বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ প্রভাব। বিশ্ব উষ্ণায়ন বলতে বোঝায় বায়ুমণ্ডলের ও ভূপৃষ্ঠের বাতাসের তাপমাত্রা ক্রমশ বেড়ে ওঠা। এবং তার ফলে বিশ্বব্যাপী তাপের বিকিরণ সাম্যতায় পরিবর্তন। যা সারা বিশ্বের আবহাওয়াকে প্রভাবিত করেছে। বিশ্ব উষ্ণায়ন বা পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি আজ একটি আতঙ্কের বিষয়।

গ্রিনহাউস প্রভাব কী?

শীতপ্রধান দেশে উদ্ভিদ প্রতিপালনের জন্য তৈরি কাঁচের ঘরকে গ্রিনহাউস বলে। ক্ষুদ্র তরঙ্গের সৌর বিকিরণ কাচের দেয়াল ভেদ করে সহজেই গ্রীনহাউসে প্রবেশ করে। কিন্তু গাছ ও মাটি থেকে নির্গত বৃহৎ তরঙ্গের তাপীয় বিকিরণ কাচের ছাদ ও দেয়ালের মধ্যে দিয়ে বাইরে বেরোতে পারে না। এর ফলে গ্রীনহাউসের মধ্যে উষ্ণতা বজায় থাকে।

গাছপালা দের জৈবিক ক্রিয়া ও বৃদ্ধি অব্যাহত থাকে। দিনের বেলা পৃথিবীতে ক্ষুদ্র তরঙ্গের সৌর বিকিরণ থেকে যে পরিমান তাপ উৎপন্ন হয়, রাতের বেলা সেই তাপ দীর্ঘ তরঙ্গের বিকিরণ এর মাধ্যমে মহাশূন্যে ফিরে যায়। এভাবেই পৃথিবীতে উত্তাপের সমতা বজায় থাকে। কিন্তু মানুষের অনিয়ন্ত্রিত ভোগ ও সভ্যতার উন্নয়নে ক্রমাগত তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বনের মতো জ্বলনশীল যৌগ পদার্থগুলি বেড়ে যায়। এই সম্মিলিত গ্যাস গুলির প্রভাবেই পৃথিবীর তাপমাত্রা কমছে বেড়ে চলেছে, এই ঘটনাকেই গ্রীনহাউস ইফেক্ট বলে।

গ্রিনহাউস গ্যাসগুলির ঘনত্ব বৃদ্ধির কারণ 

গ্রীন হাউজ গ্যাসগুলির মাত্রাছাড়া পরিমাণ বৃদ্ধির পিছনে কয়েকটি প্রাকৃতিক কারণ থাকলেও মানুষের অপরিণামদর্শিতা প্রধান দায়ী।

প্রাকৃতিক কারণগুলির মধ্যে রয়েছে অগ্নুৎপাত, দাবানল, ওজোনস্তর ইত্যাদি। মানবসৃষ্ট কারণ গুলির মধ্যে জীবাশ্ম জ্বালানির প্রচুর ব্যবহার, শিল্পায়ন তথা কলকারখানার সংখ্যা বৃদ্ধি। এছাড়া লাগাতার নগরায়ন, আধুনিক বিলাসবহুল জীবন যাপনের বিভিন্ন সরঞ্জামের যথেচ্ছ উপভোগ এবং সর্বোপরি নির্বিচারে অরণ্যবিনাশ।

 বিশ্ব উষ্ণায়নের প্রভাব

১. জলবায়ুর পরিবর্তন:

বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বাড়ছে। পৃথিবীর বিভিন্ন অংশে জলবায়ুর পরিবর্তন ঘটেছে।  নাতিশীতোষ্ণ জলবায়ু উষ্ণতর হচ্ছে। পৃথিবীতে বজ্রঝড়, ঘূর্ণিঝড়, খরা ইত্যাদির প্রকোপ ধীরে ধীরে বাড়ছে।

২. সমুদ্রজলের উষ্ণতা বৃদ্ধি:

বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের গড় উষ্ণতা ক্রমশ বাড়ছে। এর ফলে সমুদ্র জলে কার্বন-ডাই-অক্সাইড শোষণের পরিমাণ কমেছে। পরিণতি স্বরূপ উদ্ভিদ প্ল্যাঙ্কটনগুলি কার্বন ডাই অক্সাইড এর অভাবে খাদ্য তৈরি করতে পারছেনা ও মারা যাচ্ছে।

৩. বরফ ও হিমবাহের গলন:

তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফ, জলে ভাসমান হিমশৈল পার্বত্য অঞ্চলের হিমবাহ গলতে শুরু করেছে। বিশ্ব উষ্ণায়নের ফলে হিমবাহের পশ্চাদপসরণ ঘটছে হিমরেখার উচ্চতা বাড়ছে।

৪. জীববৈচিত্র্য ধ্বংস:

বিশ্ব উষ্ণায়নের ফলে অসংখ্য প্রাণী উদ্ভিদ চিরতরে হারিয়ে যাবে। গবেষকদের ডেনিস মারকির পর্যবেক্ষণ-জনিত সিদ্ধান্ত অনুযায়ী বায়ুমণ্ডলের গড় উষ্ণতা ৩ ডিগ্রি সে. বৃদ্ধি পেলে ৪০% স্তন্যপায়ী প্রজাতি এবং কয়েক শতাংশ পাখি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে।

৫. জলের জোগানে ঘাটতি:

তাপমাত্রা বাড়ার কারণে বাষ্পীভবন দ্রুততর হবে। ফলে ভূপৃষ্ঠে হ্রদ, নদী, জলাশয়ের জলের পরিমাণ কমবে। এছাড়া মৃত্তিকায় আর্দ্রতার পরিমাণ হ্রাস পেলে ভূগর্ভের জলে টান পড়বে।

মানবজীবনে বিশ্ব উষ্ণায়নের প্রভাব

বিশ্ব উষ্ণায়নের ফলে তাপমাত্রার হেরফের বা ঋতু পরিবর্তনের অসাম্য, তা স্বাস্থ্যহানির বড় কারন। এর ফলে খাদ্য জল বাহিত রোগ যেমন- ম্যালেরিয়া, ডেঙ্গু, ভাইরাল এনকেফেলাইটিস প্রভৃতি রোগ বৃদ্ধি পাবে। তাপমাত্রা যেমন জীবনহানিকর হবে তেমনি তাপমাত্রা দ্রুত হেরফের মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গিয়ে মানুষের আচরণগত পরিবর্তন ঘটাবে। 

বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধের উপায় 

শিল্পায়ন ও অরণ্য ধ্বংস বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ হলেও আমাদের নিত্যদিনের জীবনযাত্রাও এর জন্য দায়ী। এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর থেকে নির্গত মিথেন, যানবাহন থেকে নির্গত CO2 এই উষ্ণায়নের বড় কারন। তাই সে বিষয়ে সচেতন হতে হবে। আমাদের বিদ্যুৎ শক্তির অপচয় কম করার দিকেও নজর দিতে হবে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

চন্ডিগড়ে পুরুষ ও মহিলাদের স্বেচ্ছাসেবক হতে ব্যাপক সাড়া, পাশাপাশি সেনার জন্য রক্তদানের আয়োজন

জেলা বামফ্রন্টের উদ্যোগে করোনার বিরুদ্বে সচেতনতা অভিযান

ব্যস্ততার কারণে পার্লারে যেতে পারছেন না – বাড়িতেই করুন ফেসিয়াল

রতুয়া ২ ব্লকের মানিক ঝা ভবন প্রাঙ্গনে দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রশাসনিক বৈঠক

‘বাংলা যেন দ্বিতীয় কাশ্মীর হয়ে না যায় ‘ – পরিচালক বিবেক অগ্নিহোত্রী

মালদায় আবার ১০৫ জন আক্রান্ত্র ! রাজ্যে ২,৯১২ , আপনার পাড়ায় কেও নেই তো ?

ভিডিও কলেই স্বামীকে কুম্ভস্নান করালেন স্ত্রী

সোশ্যাল মিডিয়ায় আসক্ত হওয়ায় মায়ের বকুনিতে আত্মঘাতী পুত্র।

বিভিন্ন প্রাইভেট সংস্থাগুলিকে দেউলিয়া হওয়া থেকে বাঁচাতে নতুন আইন চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার

মহানন্দা নদীকে দূষণের হাত থেকে বাঁচাতে মহানন্দায় আরতী