খগেন মুর্মুর নির্বাচনী প্রচারে বাধা পুলিশের, নির্বাচন কমিশনে অভিযোগ প্রার্থীর

Spread the love

Newsbazar24:গোটা দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট শুরু হয়েছে। ভোট শুরু হয়েছে দেশের ২৮টি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১৭টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলে। আজ নির্বাচন হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্য বিধানসভার ৬০টি ও সিকিমের ৩২টি বিধানসভা আসনেও। পশ্চিমবাংলা ও মনিপুরের ছাড়া ভারতবর্ষের আর কোথাও কোন হিংসাত্মক ঘটনা ঘটেনি বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রের নির্বাচনে সকাল থেকে দফায় দফায় একাধিক ঘটনার সাক্ষী থাকল কোচবিহার। মনে হচ্ছিল পঞ্চায়েত নির্বাচনের হিংসায় ফিরে এসেছে কুচবিহার।এদিন কোচবিহার ছাড়াও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও নির্বাচন হয়। কিন্তু সবথেকে বেশি অভিযোগ কোচবিহার থেকেই এসেছে। একদিকে ভোটের মধ্যে হিংসাত্মক ঘটনা অন্যদিকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
মালদা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী খগেন মুর্মুক ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে।এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

আগামী ৭ মে তৃতীয় দফার নির্বাচন জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ। শুক্রবার ভোট প্রচারে বের হন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এদিন হবিবপুর বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে যান। আর সেখানেই পুলিশ খগেন মুর্মুকে আটকায় বলে অভিযোগ। আর তা নিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা-কর্মীরা।
পুলিশের অভিযোগ, পারমিশন ছাড়া বাইক র‍্যালি করা হচ্ছে। মানা হচ্ছে না নির্বাচন কমিশনের নিয়ম। যদিও বিজেপির দাবি, একাধিকবার অনুমতি চেয়ে আবেদন জানানো হয়। কিন্ত্য এরপরেও অনুমতি দেওয়া হচ্ছে না। তৃণমুলের হয়ে পুলিশ কাজ করছে বলেও অভিযোগ। আর এই দাবিতে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ নেতা-কর্মীরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চলে।
বিক্ষোভে শামিল হন খোদ বিজেপি প্রার্থী খগেন মুরমু। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী জানান, পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে। পক্ষপাতিত্ব করছে। খগেন মুর্মুর জানান এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে ।

  • Desk-2

    Related Posts

    বিরোধী এজেন্টদেরকে মারধর ,ভোটারদেরকে বুথে যেতে বাধা শুরু হলো বাংলার চতুর্থ দফা নির্বাচন

    Spread the love

    Spread the loveশুরু হলো চতুর্থদফার লোকসভা নির্বাচন। বাংলায় সাত কেন্দ্রে ভোট। আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও বঙ্গের সেই চিরাচরিত ছবি ভোট শুরু না হতে হতেই বিরোধী এজেন্টদেরকে ভুতে ঢুকতে বাধা…

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    Spread the love

    Spread the loveNewsbazar24:সোমবার চতুর্থ দফার নির্বাচনে ভোটগ্রহণ হবে বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ৷ ইতিমধ্যে ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে ভোট কর্মীরা পৌঁছে গেছেন। ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা…

    You Missed

    বিরোধী এজেন্টদেরকে মারধর ,ভোটারদেরকে বুথে যেতে বাধা শুরু হলো বাংলার চতুর্থ দফা নির্বাচন

    বিরোধী এজেন্টদেরকে মারধর ,ভোটারদেরকে বুথে যেতে  বাধা শুরু হলো বাংলার চতুর্থ দফা নির্বাচন

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে মৃত দুই

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে  মৃত দুই

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    রাত পোহালেই বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    রাত পোহালেই  বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

    মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে বিভ্রান্তি

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে  বিভ্রান্তি
    Contact