স্কুলের পোশাকে পড়ুয়ারা তৃণমূলের মিছিলে, প্রশ্ন উঠছে শিশু সুরক্ষা কমিশন ও প্রার্থীর ভূমিকা নিয়ে

Spread the love

Newsbazar24:দমদম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের প্রচার মিছিলে স্কুলপড়ুয়াদের কাজে লাগানোর অভিযোগ বিরোধীদের।
আদালত ও নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজনৈতিক কর্মসূচিতে স্কুলপড়ুয়াদের কেন লাগানো হলো প্রশ্ন উঠছে এই বিষয়ে। যদিও এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ এখনো জমা পড়েনি। তবে সূত্রে জানা গেছে ওই মিছিলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও হাঁটতে দেখা গিয়েছে।
বিরোধীদের অভিযোগ, স্কুলের পোশাক পরা পড়ুয়াদের তৃণমূলের প্রতীক নিয়ে হাঁটতে দেখা গিয়েছিল। প্রশ্ন উঠছে শিশু সুরক্ষা কমিশনের ভূমিকা নিয়ে।
এ বিষয়ে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী শিশুর সুরক্ষা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছেন শিশু সুরক্ষা কমিশন এখন কোথায়? নির্বাচন কমিশনের নির্দেশ অগ্রাহ্য করে স্কুলের পড়ুয়াদের তৃণমূলের মিছিলে নিয়ে যাওয়া হল, হাতে ঝান্ডা ধরিয়ে দেওয়া হল।’ ওই মিছিলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও ছিলেন বলে সূত্রের দাবি। স্কুল শিক্ষামন্ত্রী থাকাকালীন কেন পড়ুয়াদের মিছিলে হাঁটানো হল? নির্বাচন কমিশন ও শিশু সুরক্ষা কমিশনের পদক্ষেপ করা উচিত।’ এ বিষয়ে বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য জানান, ‘তৃণমূল করলে ভবিষ্যৎএ কি হবে বোঝাই যাচ্ছে। উনি তো শিক্ষক ছিলেন, তাই ভবিষ্যৎ প্রজন্মকে সেই শিক্ষাটাই দিয়ে যাচ্ছেন!’
বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হতেই তৃণমূল নেতা কুণাল ঘোষ সাফাই দিয়েছেন, ‘সাধারণ ভাবে কোনও প্রচার-মিছিলে স্কুলপড়ুয়াদের হাঁটানো বাঞ্ছনীয় নয়। তবে, কোন পরিস্থিতিতে কেন হেঁটেছে, সেটা দূর থেকে বলা সম্ভব নয়।’ আর যাঁর নির্বাচনী প্রচার-মিছিল ঘিরে এই বিতর্ক, দমদম লোকসভা কেন্দ্রের সেই তৃণমূল প্রার্থী সৌগত রায়ের অবশ্য দাবি, অত বড় মিছিলে স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন স্তরের মানুষ শামিল হয়েছিলেন। স্কুলের পোশাক পরা ছেলেরা মিছিলে হাঁটেনি, ট্যাবলোর সঙ্গে ছিল। তবে বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি বলেন, ‘এমন ঘটনা যদি ঘটে থাকে, ভবিষ্যতে আর কখনও ঘটবে না।”

  • Desk-2

    Related Posts

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে মৃত দুই

    Spread the love

    Spread the loveNewsbazar24:মাঠে চাষের কাজ চলাকালীন বর্জাঘাতে মৃত্যু দুই কৃষকের, আহত অন্ততপক্ষে দশজন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম। আহতরা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরে। নিহতের…

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    Spread the love

    Spread the loveNewsbazar24:সোমবার চতুর্থ দফার নির্বাচনে ভোটগ্রহণ হবে বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ৷ ইতিমধ্যে ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে ভোট কর্মীরা পৌঁছে গেছেন। ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা…

    You Missed

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে মৃত দুই

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে  মৃত দুই

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    রাত পোহালেই বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    রাত পোহালেই  বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

    মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে বিভ্রান্তি

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে  বিভ্রান্তি

    কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আবারো নতুন ছবিতে জুটি বাঁধছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা

    কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আবারো নতুন ছবিতে জুটি বাঁধছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা
    Contact