মুখ্য মন্ত্রীকে অপমান ! অমিত মালব্যের বিরুদ্ধে গডি়য়াহাট থানায় অভিযোগ দায়ের মন্ত্রী চন্দ্রিমার

Spread the love

news bazar24: বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে গডি়য়াহাট থানায় এবার অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ জানা গেছে  মুখ্যমন্ত্রীকে আবারো অপমানের অভিযোগে এই পদক্ষেপ নিতে বাধ্য হলেন চন্দ্রিমা ।

তৃণমূল মন্ত্রীর দাবি, অমিত মালব্য একজন শিক্ষিত লোক হয়েও  অবমাননাকর মন্তব্য করে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তথা গোটা নারী সমাজকে অসম্মান করছেন । পরিস্কার বোঝা যাচ্ছে  তিনি ইচ্ছাকৃত ভাবে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করে বাংলার বদনাম করতে চাইছেন।

      গডি়য়াহাট থানায় দেওয়া    অভিযোগপত্রে  চন্দ্রিমা লেখেন, “অভিযুক্ত অর্থাৎ অমিত মালব্য তাঁর এক্স পোস্টে দাবি করেছেন, মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে অসংসদীয় এবং অশ্লীল শব্দ ব্যবহার করেছেন৷ এটা সম্পূর্ণ মিথ্যা এবং তাঁর ভাবমূর্তিতে ইচ্ছাকৃত ভাবে আঘাত করার চেষ্টা৷ সমাজে বিভেদ ও বিদ্বেষ বৃদ্ধি করতে এবং শান্তি বিঘ্নিত করতে ওই পোস্ট করা হয়েছিল৷ ” পাশাপাশি অভিযোগের প্রেক্ষিতে বিজেপি নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০ এবং ৫০৯ ধারায় পদক্ষেপ গ্রহণ করার জন্য আর্জি জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷

অভিযোগপত্রের সাথে  অমিত মালব্যের এক্স পোস্টের লিঙ্ক এবং পোস্টটির স্ক্রিনশট উভয়ই জমা দিয়েছেন  চন্দ্রিমা৷  উল্লেখ্য, গত শুক্রবার বিকেল এক্স হ্যান্ডেলে একটি টু্যইট করে অমিত মালব্য দাবি করেন, জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন মমতা বন্দোপাধ্যায়৷ মন্তব্যটি কি সেটিরও স্পষ্ট ব্যাখ্যা দেন নিজের পোস্টে৷ নিজের বক্তব্যের সমর্থনে একটি ভিডিও ক্লিপিংসও পোস্ট করেছিলেন তিনি৷ যদিও অমিতের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্যও৷ শমিক এ প্রসঙ্গে বলেছেন, মুখ্যমন্ত্রী ইচ্ছেকৃত এমন কোনো আপত্তিকর ও অসংসদীয় মন্তব্য করতে চাননি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে৷ প্রধানমন্ত্রীকে অনেকেই ‘বাবা’ বলে সম্মোধন করেন দেশের প্রধান হিসেবে৷ মুখ্যমন্ত্রীও তাই বলতে গিয়েছিলেন৷ তবে এতেই থেমে থাকেন নি চন্দ্রিমা দেবী । তিনি শেষ পর্যন্ত অমিত মালব্যের বিরুদ্ধে গডি়য়াহাট থানায় এবার অভিযোগ দায়ের করেই ফেললেন ।

 

Related Posts

বিরোধী এজেন্টদেরকে মারধর ,ভোটারদেরকে বুথে যেতে বাধা শুরু হলো বাংলার চতুর্থ দফা নির্বাচন

Spread the love

Spread the loveশুরু হলো চতুর্থদফার লোকসভা নির্বাচন। বাংলায় সাত কেন্দ্রে ভোট। আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও বঙ্গের সেই চিরাচরিত ছবি ভোট শুরু না হতে হতেই বিরোধী এজেন্টদেরকে ভুতে ঢুকতে বাধা…

সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

Spread the love

Spread the loveNewsbazar24:সোমবার চতুর্থ দফার নির্বাচনে ভোটগ্রহণ হবে বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ৷ ইতিমধ্যে ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে ভোট কর্মীরা পৌঁছে গেছেন। ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা…

You Missed

বিরোধী এজেন্টদেরকে মারধর ,ভোটারদেরকে বুথে যেতে বাধা শুরু হলো বাংলার চতুর্থ দফা নির্বাচন

বিরোধী এজেন্টদেরকে মারধর ,ভোটারদেরকে বুথে যেতে  বাধা শুরু হলো বাংলার চতুর্থ দফা নির্বাচন

Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে মৃত দুই

Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে  মৃত দুই

সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

রাত পোহালেই বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

রাত পোহালেই  বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে বিভ্রান্তি

Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে  বিভ্রান্তি
Contact