নির্বাচনী প্রচারে মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Spread the love

Newsbazar24;বিগত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সাফল্যকে ধরে রাখতে মরিয়া পদ্ম শিবির। অপরদিকে দিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও উত্তরবঙ্গের কেন্দ্রগুলোকে পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে মাটি কামড়ে পড়ে রয়েছেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট পর্ব মিটে গিয়েছে। দ্বিতীয় দফার ভোট পর্ব আগামী ২৬ এপ্রিল। সেদিন দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট। এ ছাড়া তৃতীয় দফায় রয়েছে মালদহ উত্তর মালদহ দক্ষিণ জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে। ইতিমধ্যে পদ্ম শিবিরের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মালদহ ও বালুরঘাটে সভা করে গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বালুরঘাটে সভা করেছেন। অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড হ্যান্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন কেন্দ্রে সভা করেছেন। এক কথায় বলা যায় মালদার দুই কেন্দ্রে ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে।
মালদহে পদ্ম শিবিরের পক্ষ থেকে প্রচারে ঝড় তুলতে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মালদহে বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার অমিত শাহ মালদায় আসছেন।দক্ষিন মালদা লোকসভার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সর্মথনে মালদায় আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি সকালে মালদা এয়ারপোর্টে নামবেন সেখান থেকে তিনি শ্যামাপ্রসাদ মোর অর্থাৎ পোস্ট অফিস মোড়ে আসবেন। এখান থেকে রোড শো শুরু হবে এবং রবীন্দ্র মূর্তির পাদদেশ পর্যন্ত এই রোড শো যাবে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য তিনি রাখবেন। এছাড়াও আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহ আসছেন তিনি উত্তর মালদা কেন্দ্রের সাহাপুর একটি সভা পড়বেন। মালদহের দুই প্রার্থীর সমর্থনে তার এই সভা। ইতিমধ্যে অমিত শাহজি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা কে কেন্দ্র করে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে গোটা মালদা জেলা জুড়ে বলে জানান বিজেপি দক্ষিণ মালদা জেলা সাংগঠনিক সভাপতি পার্থ ঘোষ এদিনের সাংবাদিক সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল সাহা ও জেলা কমিটির সদস্য ও গোবিন্দ চন্দ্র মন্ডল।

  • Desk-2

    Related Posts

    বিরোধী এজেন্টদেরকে মারধর ,ভোটারদেরকে বুথে যেতে বাধা শুরু হলো বাংলার চতুর্থ দফা নির্বাচন

    Spread the love

    Spread the loveশুরু হলো চতুর্থদফার লোকসভা নির্বাচন। বাংলায় সাত কেন্দ্রে ভোট। আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও বঙ্গের সেই চিরাচরিত ছবি ভোট শুরু না হতে হতেই বিরোধী এজেন্টদেরকে ভুতে ঢুকতে বাধা…

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    Spread the love

    Spread the loveNewsbazar24:সোমবার চতুর্থ দফার নির্বাচনে ভোটগ্রহণ হবে বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ৷ ইতিমধ্যে ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে ভোট কর্মীরা পৌঁছে গেছেন। ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা…

    You Missed

    বিরোধী এজেন্টদেরকে মারধর ,ভোটারদেরকে বুথে যেতে বাধা শুরু হলো বাংলার চতুর্থ দফা নির্বাচন

    বিরোধী এজেন্টদেরকে মারধর ,ভোটারদেরকে বুথে যেতে  বাধা শুরু হলো বাংলার চতুর্থ দফা নির্বাচন

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে মৃত দুই

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে  মৃত দুই

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    রাত পোহালেই বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    রাত পোহালেই  বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

    মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে বিভ্রান্তি

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে  বিভ্রান্তি
    Contact