আচমকাই দলীয় রুদ্ধদ্বার বৈঠকে হাজির মুখ্যমন্ত্রী, দলীয় কোন্দল রোধে কড়া বার্তা

Spread the love

Newsbazar24: মালদায় তৃণমূলের জেলা কমিটির রুদ্ধ দ্বার বৈঠকে আচমকাই হাজির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নেত্রীকে সামনে দেখেই সভা কক্ষে রীতিমতো দলের জেলা নেতৃত্বের মধ্যে সোরগোল পড়ে যায়। লোকসভা নির্বাচনের মুখে মালদার দুই কেন্দ্রের প্রার্থীদের নিয়েই রবিবার বিকাল পাঁচটায় তৃণমূলের জেলা নেতৃত্ব রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করেছিল মালদা টাউনহলে। বৈঠক চলাকালীন হঠাৎ করেই মালদা শহরের টাউন হলেই তৃণমূলের সেই নির্বাচনী বৈঠকেই প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

তৃণমূলের মালদা জেলা কমিটির রুদ্ধ দ্বার বৈঠকে প্রবেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

টাউন হলের সভা মঞ্চে এসে অন্তত ১৫ মিনিট বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সেখানেই তিনি দলের দুই লোকসভা কেন্দ্রের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার কড়া নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, দুই লোকসভা কেন্দ্রের প্রতিটি বূথ স্তরে গিয়ে জেলা নেতৃত্বকে বিজেপির প্রতারণার ফাঁদ এড়ানোর বিষয়ে মানুষকে সচেতন করার নির্দেশ দেন বলে সূত্রে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে যে দলীয় কোন্দলকে দূরে সরিয়ে রেখে এবারে লোকসভা ভোটে মালদার দুটি আসন তৃণমূলকে জেতাবার অঙ্গীকার নেওয়ার জন্য বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৯ এপ্রিল থেকে এতদিন মালদায় সভা করেছি। মালদার মানুষের স্বতঃস্ফূর্ততা রয়েছে। ভোটের ফল গতবারের চেয়ে ভালো হওয়া চাই। এ ব্যাপারে জেলা নেতৃত্বসহ সমস্ত কর্মীবৃন্দকে দায়িত্ব নিতে হবে।
এদিনের এই রুদ্ধ দ্বার বৈঠকে মালদহের দুই প্রার্থী প্রসূন ব্যানার্জি এবং শাহনাওয়াজ আলি রায়হানের ছাড়াও দলের নির্বাচন কমিটি,বিধায়ক থেকে সভাপতি, চেয়ারম্যান ও জেলা নেতৃত্ব সহ মোট ১২২ জনের কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন। যদিও এই বৈঠকে সংবাদ মাধ্যম এবং অন্যান্যদের প্রবেশ নিষিদ্ধ ছিল। বেশ কিছুক্ষণ আলোচনার পর তিনি বৈঠক থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।
এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, ‘দলের দুই লোকসভা কেন্দ্রের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার বার্তা এদিন মুখ্যমন্ত্রী দিয়েছেন। এদিন বৈঠকে হঠাৎই হাজির হন দলনেত্রী মমতা ব্যানার্জি। সেখানে বিজেপির নানান ষড়যন্ত্র ও প্রতারণার স্বীকার যাতে দলের কর্মী থেকে সাধারণ সমর্থকরা না হন সেব্যাপারে প্রধান গুরুত্ব দিয়েছেন। আমরা মনে করছি আজকের এই দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। পাশাপাশি আরও কিছু আভ্যন্তরীণ নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন। সেটা আমরা দলের মধ্যেই গোপন রেখে কাজ করার চেষ্টা করবো’।

  • Desk-2

    Related Posts

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে বিভ্রান্তি

    Spread the love

    Spread the loveNewsbazar24:নির্বাচন কমিশনের পক্ষ থেকে এলাকার ভোটারদের বাড়ি বাড়ি যে ভোটার স্লিপ দেওয়া হয়েছে সেখানে ভোটকেন্দ্রের ঠিকানা ভুল।আর এই ঘটনাকে ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে স্থানীয় দের একাংশের মধ্যে। ঘটনায় এলাকায়…

    Malda Accident:মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের আহত এক

    Spread the love

    Spread the loveNewsbazar24-মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। জখম আরও এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে চাচোল শামসীর ৩১ নম্বর জাতীয় সড়কের জিয়াগাছি এলাকায়। জানা গেছে ট্রাক্টরের সঙ্গে লরির ধাক্কায়…

    You Missed

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে বিভ্রান্তি

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে  বিভ্রান্তি

    কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আবারো নতুন ছবিতে জুটি বাঁধছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা

    কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আবারো নতুন ছবিতে জুটি বাঁধছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা

    Malda Accident:মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের আহত এক

    Malda Accident:মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের আহত এক

    খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা , প্রথম দিনে কিছু সমস্যায় পুণ্যার্থীরা

    খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা , প্রথম দিনে কিছু সমস্যায় পুণ্যার্থীরা

    Malda recruitment scam:টাকা নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে ভুয়ো নিয়োগ পত্র, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সভাপতি

    Malda recruitment scam:টাকা নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে ভুয়ো নিয়োগ পত্র, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সভাপতি

    পাক অধিকৃত কাশ্মীরের রাউয়ালকোটে চলছে চরম বিক্ষোভ, উড়ল ভারতের জাতীয় পতাকা

    পাক অধিকৃত কাশ্মীরের রাউয়ালকোটে চলছে চরম বিক্ষোভ, উড়ল ভারতের জাতীয় পতাকা
    Contact