ল্যাম্পশেড কেনার কথা ভাবছেন? কোথায়, কেমন আলো ব্যবহার করতে পারেন?

news bazar24:
আর কিছুদিনের মধ্যেই পুজো এসে যাবে আর মানুষ মেতে উঠবে পুজোর আনন্দে। এই সময় ঘর সাজানোর জন্য আপনি যদি ল্যামপশেড কেনার কথা ভাবনা চিন্তা করেন তাহলে এই প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য। অন্তর শয্যায় সৌখিন ছোঁয়া আনার জন্য কেমন ল্যাম্পশেড ব্যবহার করবেন সেটাই বলে দেবো আমরা।

শোয়ার ঘরে: খাটের পাশে ল্যামসেট বিশেষ করে টেবিলের উপর রাখলে সবথেকে বেশি ভালো মানাবে। তবে শোয়ার ঘরে খুব একটা জমকালো ল্যামশেড লাগলে মানাবে না। এক রঙের কিছু রাখতে পারেন।

বসার ঘর: বসার ঘর যদি অনেকটা বড় হয় তাহলে বেতের ল্যামশেড রাখতে পারেন। তবে বসার ঘরে হালকা আলোর লম্বা ঝুলের ল্যাম্পশেড ব্যবহার করতে পারেন।

বারান্দা: দেখবেন বেতের গোল সিলিং ল্যাম্পসেড পাওয়া যায় অনেক সময়, বারান্দায় এরকম একটি ল্যামশেড কিনে উজ্জ্বল বার রঙিন আলো ব্যবহার করতে পারেন।

খাবার ঘর: খাবার ঘরে নতুনত্ব আনতে একাধিক ল্যামসের ব্যবহার করতে পারেন যাতে জায়গাটা আলোয় আলোয় ভরে যায়।