ভোটের জন্য কিশনগঞ্জে সিল করে দেওয়া হল ইন্দো-নেপাল সীমান্ত ! চলছে পুলিশের সঙ্গে এসএসবির যৌথ টহলদারি

news bazar24: আর ২ দিন পর ভারতের বেশ কিছু অঞ্চলে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। ২৬ এপ্রিল দেশের অন্যান্য কেন্দ্রগুলির সাথে  দ্বিতীয় দফার নির্বাচন হচ্ছে বিহারের কিশনগঞ্জেও। আর এই কিসাঙ্গঞ্জে যেকোনও প্রকারের হিংসা রুখতে তৎপর নির্বাচন কমিশন। এই কারণে নির্বাচনের কয়েক ঘণ্টা আগে  সিল করে দেওয়া হল ইন্দো-নেপাল সীমান্ত।কোন ভাবেই এই জায়গাই শিথিল করা হবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ।  

সূত্রে প্রকাশ, গতকাল ২৩ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭ টা থেকে এই বর্ডার শিল করে দেওয়া হয়েছে। ফলে দুই দেশের মধ্যে যাতায়াত বন্ধ হয়ে যায়।

আর এর ফলেই বিপাকে পড়েছেন, কিশনগঞ্জ জেলার অন্তর্গত  দিঘলব্যংক, টেরাগছ, গলগলিয়া, ঠাকুরগঞ্জ সীমান্ত। তবে নির্বাচনের জন্য  এই সময়কালে সীমান্তে কড়া নজরদারী বাড়ানো হয়েছে । রাজ্য পুলিশের সঙ্গে এসএসবি যৌথ টহলদারি চালাচ্ছে এই সিমান্ত গুলিতে  ।

কিশনগঞ্জ মহকুমা শাসক লতিফুর রহমান জানান, জেলায় শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও ভয়মুক্ত পরিবেশে লোকসভা নির্বাচন সঞ্চালনার জন্যে দুই রাষ্ট্রের প্রশাসনিক পর্যায়ের বৈঠকে সীমান্ত সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।ভোট শান্তিপূর্ণ ভাবে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ইন্দো-নেপাল সীমান্ত বন্ধ থাকবে।