বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ ভারতের তিন ব্রোঞ্জ পদক, প্রধানমন্ত্রী টুইটারে অভিনন্দন বার্তা পদক জয়ীদের

Newsbazar 24:উজবেকিস্তানের তাসখন্দে ২০২৩ সালের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত তিনটি ব্রোঞ্জ পদক লাভ করেছে
দীপক ভোরিয়া এবং নিশান্ত দেব তাদের নিজ নিজ সেমিফাইনালে হেরে যাওয়ায় পাশাপাশি হাঁটুর ইনজুরির কারণে সেমিফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নেন ভারতের আরেক তরুণ বক্সার মোহাম্মদ হুসামুদ্দিন। ফলে ভারত তিনটি ব্রোঞ্জ পদক নিয়ে ২০২৩ এর বিশ্ব বক্সিং প্রতিযোগিতা শেষ করেছে।
দীপক ভোরিয়া ৫১ কেজিতে ফ্রান্সের বিল্লাল বেন্নামার কাছে একটি ঘনিষ্ঠ লড়াইয়ে হেরে ব্রোঞ্জ পদকটি ঘরে তুলেছিল এবং নিশান্তও ৭১ কেজি বিভাগে বিভক্ত সিদ্ধান্তের মাধ্যমে ৫-২ তে হারার আগে কাজাখস্তানের বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন আসলানবেক শ্যামবারজেনভের বিরুদ্ধে সাহসী লড়াই করেছিলেন। উভয় ফলাফল পর্যালোচনার পরে সিদ্ধান্ত নিতে হয়েছিল।
ছবিতে নিশান্ত দেব


তাসখন্দ-এ এই প্রথমবার পুরুষদের বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় পদক জয়ের জন্য দীপক ভোরিয়া, হুসামুদ্দিন এবং নিশান্ত দেব-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রীয় ক্রীড়া এবং যুব কল্যাণ বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে লিখেছেন “দীপক ভোরিয়া, হুসামুদ্দিন এবং নিশান্ত দেব-কে অভিনন্দন।তাঁদের এই সাফল্য খুবই অনুপ্রেরণাদায়ক।”
(ছবিতে লাল গেঞ্জি পরা দীপক ভোরিয়া)