অসমের শিলচরে ভোট প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Newsbazar24:লোকসভা ভোটের প্রচারে এবার অসমের শিলচরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেখানে সভা থেকে বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রীর। পাশাপাশি প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি। মূলত তিনি সিএএ নিয়ে তোপ দাগেন নরেন্দ্র মোদিকে। তিনি বলেন তৃণমূল কেন্দ্রে ক্ষমতায় এলে সিএএ, এনআরসি বাতিল করা হবে। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে না।”
এবার যদি মোদি কোনও ভাবে জিতে যায়, দেশে কোনও গণতন্ত্র থাকবে না। দেশকে বেঁচে দেবে। তাই আপনারা সাবধান হোন। সিএএ চালু হলে ভারতকে ডিটেনশন ক্যাম্প বানিয়ে দেবে বিজেপি। এই নির্বাচন ভয়ঙ্কর হতে চলেছে। এত কলুষিত নির্বাচন আগে কোনও দিন দেখিনি। সরকার চলছে এজেন্সি দিয়ে। সব মিডিয়ায় দেখবেন বাবুদের বড় বড় ছবি, বিজ্ঞাপন। কোনওদিন খোঁজ নিতে আসে না। কেন্দ্রীয় সরকারি চাকরিতে ১০ লক্ষ শূন্যপদ পড়ে রয়েছে।
রাম নবমীকে সামনে রেখে দাঙ্গা বাঁধিয়ে ভোটে জিততে চায় বিজেপি। দাঙ্গাই মোদি সরকারের একমাত্র গ্যারান্টি। রাম নবমীর দিনে ওরা দাঙ্গা বাধাবার পরিকল্পনা নিয়েছে।” তিনি আরো বলেন আপনাদের এখানে লক্ষ্মীর ভাণ্ডার নেই। আমাদের বাংলায় সব মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পায়।