কোবিডের বাড়বাড়ন্তের মধ্যেও চার পুরসভার নির্বাচন নির্দিষ্ট দিনে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

newsbazar 24:: কয়েক দিন ধরে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সংক্রমণে রাশ টানতে রাজ্যে জারি করা হয়েছে একগুচ্ছ নিষেধাজ্ঞা। অথচ এই সংক্রামনের মধ্যেও চিকিৎসক এবং বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল নির্দিষ্ট দিনেই হবে চার পুরসভার নির্বাচন।চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি ও আসানসোল এই চার পুরসভার ভোট  পিছোচ্ছে না বলেই জানিয়েছে কমিশন।

সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরুপ নিগমের সঙ্গে চার পুরসভার ভোট নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস।  সেই বৈঠকেই স্থির হয় নির্ধারিত দিনেই হবে চার পুরসভার ভোট।

নির্বাচন কমিশনার জানালেন এদিন পুরভোটের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গেছে তাই ভোট বন্ধ করা হচ্ছে না ।তবে ভোট প্রক্রিয়া এবং প্রচারের ক্ষেত্রে বেশ কিছু বিধি লাগু করল কমিশন।

কি কি বিধি নিষেধ জারি হল, আসুন এক নজরে দেখে নেওয়া যাক:-

(১) প্রতিটি পুরসভা এলাকায় একজন করে নোডাল হেলথ অফিসার নিয়োগ।

(২) কোনওরকম রোড-শো করা যাবে না। বাতিল পদযাত্রা, বাইক মিছিল, সাইকেল মিছিল। এই ধরণের প্রচারের আগের অনুমতি সব বাতিল।

(৩) খোলা জায়গায় সর্বোচ্চ ৫০০ জন নিয়ে সভা করা যাবে।

(৪) বন্ধ জায়গায় মোট আসনের ৫০% এবং সর্বোচ্চ ২০০ জন নিয়ে সভা করা যাবে।

(৫) প্রচারের সময়সীমা একঘন্টা কমিয়ে রাত ৮ টা পর্যন্ত।

(৬) ডোর টু ডোর প্রচারে প্রার্থী সহ সর্বোচ্চ ৫ জন।

(৭) ৪৮ ঘন্টার পরিবর্তে ভোট গ্রহণের ৭২ ঘন্টা আগে প্রচার শেষ।

(৮) প্রার্থীদের টিকার অন্তত একটি ডোজ বাধ্যতামূলক।

(৯) পোলিং এজেন্ট ও কউন্টিং এজেন্টদের , ভোটকর্মীদের দুটি ডোজ বাধ্যতামূলক।

(১০) শেষ একঘন্টায় করোনা আক্রান্তদের ভোট নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা।

 

  • Related Posts

    ৫ই মে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে মালদহে জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে

    Newsbazar24:আগামী ৭ই মে মালদহের দুই কেন্দ্র মালদহ উত্তর ও মালদহ দক্ষিণে নির্বাচন। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে মালদহের দুই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী ও মুস্তাক আলমের সমর্থনে…

    ভোটের দিন বাড়িতে বসে থাকার নিধান তৃণমূল বিধায়কের, ভোট দিলে জলের লাইন কেটে দেওয়ার হুমকি

    Newsbazar24:এবার হিন্দিভাষী ভোটারদের নিশানা তৃণমূল বিধায়কের। ভোট না দেওয়ার নিধান। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হাওড়ার উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী রীতিমতো জেলার হিন্দিভাষী ভোটারদের হুমকি দিয়ে বললেন ভোট দিতে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চাকরি বিক্রির ঘটনায় জড়িত মন্ত্রী এখন বহাল তার পদে, চাঞ্চল্যকর অভিযোগ কুনাল ঘোষের

    চাকরি বিক্রির ঘটনায় জড়িত মন্ত্রী এখন  বহাল তার পদে, চাঞ্চল্যকর  অভিযোগ কুনাল ঘোষের

    ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত বাড়ি

    ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত বাড়ি

    গ্রীষ্মের দাবদহে তৃষ্ণা নিবারণে মালদা মার্চেন্ট চেম্বার কমার্স

    গ্রীষ্মের দাবদহে তৃষ্ণা নিবারণে মালদা মার্চেন্ট চেম্বার কমার্স

    জহুরাকালী মন্দিরে পুজো দিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা

    জহুরাকালী মন্দিরে পুজো দিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা

    ব্রিগেড প্যারেড গ্ৰউন্ডে ৪৫ এর মহিলার মৃতদেহ নিয়ে প্রাত ভ্রমণকারীদের মধ্যে আতঙ্ক

    ব্রিগেড প্যারেড গ্ৰউন্ডে ৪৫ এর মহিলার মৃতদেহ নিয়ে প্রাত ভ্রমণকারীদের মধ্যে আতঙ্ক

    তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত কুনাল ঘোষ

    তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত কুনাল ঘোষ