Malda news:মালদা ডিভিশনাল রেলওয়ে হাসপাতালে উদযাপিত হল বিশ্ব যক্ষ্মা দিবস

Newsbazar 24:প্রতি বছর ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বব্যাপী যক্ষ্মার প্রকোপ দূর করতে যক্ষ্মা দিবস সচেতনতা সৃষ্টির সুযোগ আনে। এ দিনটি যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাজনৈতিক ও সামাজিক প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে। বিশ্ব যক্ষ্মা দিবসে টিবির বিশ্বব্যাপী মহামারী সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং ভয়ঙ্কর রোগটিকে নির্মূল করার জন্য চিহ্নিত করা হয়েছে।২০২১ সালে ১০.৬ মিলিয়ন মানুষ টিবিতে অসুস্থ হয়ে পড়েছিল এবং ১.৬ মিলিয়ন মানুষ টিবিতে মারা গিয়েছিল। বিশ্ব টিবি দিবস হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা চিহ্নিত এগারোটি সরকারী বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সচেতনতা প্রচারণার একটি।
পূর্ব রেলের মালদা বিভাগীয় রেলওয়ে হাসপাতালে এদিন বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়।। এই উপলক্ষে রেলওয়ের কর্মচারী এবং রেলওয়ে সুবিধাভোগী সহ সাধারণ মানুষের মধ্যে যক্ষ্মা রোগের ক্ষতিকর স্বাস্থ্য, আর্থ-সামাজিক পরিণতি সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য একটি সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট/মালদা
ডক্টর আশিস মুখোপাধ্যায়, অতিরিক্ত চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট/মালদা ডাঃ সুদীপ্ত বোস,এবং বিভাগীয় মেডিকেল অফিসার/মালদা ডাঃ সুশোভন ব্যানার্জী। এই অনুষ্ঠানে বিশদ উপস্থাপনার মাধ্যমে রোগ সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়।ডাঃ সুশোভন ব্যানার্জি বলেন, প্রতি বছর এই দিনটি একটি থিমের মাধ্যমে পালিত হয়। ২০২৩ সালের থিম হল, ‘হ্যাঁ আমি টিবি শেষ করেত পারি।’ এবছরের টিবি মাহামারী বন্ধ করার জন্য সারা বিশ্বজুড়ে সকলকে আহ্বান জানাতেই এই দিন পালিত হচ্ছে। কারণ গবেষণায় দেখা গিয়েছে দ্রুত যক্ষ্মা ছড়িয়ে যায়। এই বিশ্বব্যাপী মহামারী প্রতিরোধ করা যেতে পারে যদি আমরা সঠিক খাদ্য এবং শারীরিক ব্যায়ামের মাধ্যমে একটি সুস্থ জীবনযাপন করি। এ দিনের এই অনুষ্ঠানে রেলওয়ে সুবিধাভোগী, নার্সিং সুপারিনটেনডেন্ট এবং বিভাগীয় রেলওয়ে হাসপাতালের কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

  • Desk-2

    Related Posts

    গাজোলের এক পুকুরের জলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য

    news bazar24: মালদার গাজোলের এক পুকুরের জলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ালো হাঁট প্রতিরাজ কলোনি এলাকায়। জানা গেছে ,মৃত ব্যক্তির নাম রাজকুমার যাদব (৪২) বাড়ি গাজোল ব্লকের মাজরা…

    আকাশপথে দেবের হেলিকপ্টারে ধোঁয়া, দ্রুত অবতরণ মালদা এয়ারপোর্টে

    news bazar24: আকাশপথে দেবের হেলিকপ্টারে ধোঁয়া দ্রুত মালদা এয়ারপোর্টে নামালো, দেবের হেলিকপ্টার। মালদার রতুয়া থেকে রোড শো শেষ করে হেলিকপ্টার করে মুর্শিদাবাদের রাণীনগর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে বেশ কয়েক কিলোমিটার…

    You Missed

    গাজোলের এক পুকুরের জলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য

    গাজোলের এক পুকুরের জলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য

    আকাশপথে দেবের হেলিকপ্টারে ধোঁয়া, দ্রুত অবতরণ মালদা এয়ারপোর্টে

    আকাশপথে দেবের হেলিকপ্টারে ধোঁয়া, দ্রুত অবতরণ মালদা এয়ারপোর্টে

    বনগাঁয় ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকার হাদিস ! ঘটনায় আয়কর বিভাগের তিন সদস্যের দল

    বনগাঁয় ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকার হাদিস ! ঘটনায়  আয়কর বিভাগের তিন সদস্যের দল

    গাজোলে শিক্ষক পল্লী এলাকায় ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ চুরি

    গাজোলে শিক্ষক পল্লী এলাকায় ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ চুরি

    মালদায় উল্টে গেলো বরযাত্রী বোঝাই গাড়ি !ঘটনায় গুরুতর আহত ২৭

    মালদায় উল্টে গেলো বরযাত্রী বোঝাই গাড়ি !ঘটনায়  গুরুতর আহত ২৭

    বন্দে ভারত মেট্রো ট্রায়াল রান শুরু হচ্ছে জুলাইতে, হাওড়া ও মালদা দিয়ে চলবে!

    বন্দে ভারত মেট্রো ট্রায়াল রান শুরু হচ্ছে জুলাইতে, হাওড়া ও মালদা দিয়ে চলবে!