Bangladesh news: মায়নামার সীমান্ত দিয়ে আগের চেয়ে আড়াই গুণ বেশি ইয়াবা প্রবেশ করছে, স্বীকার বাংলাদেশের

Newsbazar 24:-অবশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকার করল নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে মায়নামার সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে প্রবেশ করছে। মায়নামারে সামরিক সরকার ক্ষমতায় আসার পর আগের চেয়ে বাংলাদেশে বেশি ইয়াবা প্রবেশ করছে। সুচি সরকারের তুলনায় এই সময়ে আড়াইগুণ বেশি ইয়াবা বাংলাদেশে ঢুকছে বলে জানানো হয়েছে।
সূত্রে জানা যায় বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যবিবরণীতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মায়নামারে সামরিক সরকার ক্ষমতায় আসার পর আগের চেয়ে আড়াই গুণ বেশি ইয়াবা বাংলাদেশে ঢুকছে। সে দেশের সরকারকে এই বিষয়ে অবহিত করলেও তারা তো কোন ব্যবস্থাই নিচ্ছেন না উল্টে পাচারকারীদের মদত দিচ্ছেন। নাফ নদী ছাড়াও দূর্গম সীমান্ত দিয়ে বাংলাদেশে ইয়াবা ঢুকছে। বান্দরবান ও খাগড়াছড়ির অনেক দূর্গম পথে সব সময় নজরদারী সম্ভব হয় না। সেখানকার একটি বিওপি থেকে অন্য বিওপিতে যেতে দুই দিন সময় লেগে যায়। ওই সব এলাকায় বিওপির সংখ্যা বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।
কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, মায়নামার থেকে আসা রোহিঙ্গাদের হাত ধরেই বাংলাদেশে ইয়াবা পাচার শুরু হয়। এরপর সারাদেশে তা ক্রমশ ছড়িয়ে পড়ে। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেও মাদক বাণিজ্য ও সেবন রোধ করা সম্ভব হচ্ছে না।
বৈঠকের কার্যবিবরণী থেকে আরো চাঞ্চল্যকর তথ্য জানা যায়। জানা গেছে, কমিটির আগের বৈঠকে মসজিদ, মন্দির ও গোরস্থানের কমিটি নিয়ে আলোচনায় সভাপতি টুকু বলেন, সম্প্রতি মসজিদ, মন্দির এবং গোরস্তান কমিটি থেকে প্রকৃত ধর্মপ্রাণ ভালো মানুষ ক্রমশ দূরে সরে যাচ্ছেন। মাদক কিংবা সমাজবিরোধী কাজের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব পদে আসছেন। ফলে প্রকৃত সৎ মানুষরা সমাজ ও দেশের জন্য অবদান রাখতে পারছে না।
এসময় তিনি বলেন, দেশের সব মসজিদ, মন্দির ও গোরস্থানসহ অনান্য ধর্মীয় উপসানালয়ের কমিটি ইসলামিক ফাউন্ডেশনের অধীনে গঠন হলে ইতিবাচক ফল আসবে। পরে কমিটির সুপারিশে অন্য একটি বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়।
এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়-বৈঠকে অসাম্প্রদায়িক বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

  • Desk-2

    Related Posts

    ৫ই মে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে মালদহে জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে

    Newsbazar24:আগামী ৭ই মে মালদহের দুই কেন্দ্র মালদহ উত্তর ও মালদহ দক্ষিণে নির্বাচন। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে মালদহের দুই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী ও মুস্তাক আলমের সমর্থনে…

    ভোটের দিন বাড়িতে বসে থাকার নিধান তৃণমূল বিধায়কের, ভোট দিলে জলের লাইন কেটে দেওয়ার হুমকি

    Newsbazar24:এবার হিন্দিভাষী ভোটারদের নিশানা তৃণমূল বিধায়কের। ভোট না দেওয়ার নিধান। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হাওড়ার উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী রীতিমতো জেলার হিন্দিভাষী ভোটারদের হুমকি দিয়ে বললেন ভোট দিতে…

    You Missed

    জহুরাকালী মন্দিরে পুজো দিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা

    জহুরাকালী মন্দিরে পুজো দিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা

    ব্রিগেড প্যারেড গ্ৰউন্ডে ৪৫ এর মহিলার মৃতদেহ নিয়ে প্রাত ভ্রমণকারীদের মধ্যে আতঙ্ক

    ব্রিগেড প্যারেড গ্ৰউন্ডে ৪৫ এর মহিলার মৃতদেহ নিয়ে প্রাত ভ্রমণকারীদের মধ্যে আতঙ্ক

    তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত কুনাল ঘোষ

    তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত কুনাল ঘোষ

    ৫ই মে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে মালদহে জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে

    ৫ই মে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে মালদহে জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে

    ভোটের দিন বাড়িতে বসে থাকার নিধান তৃণমূল বিধায়কের, ভোট দিলে জলের লাইন কেটে দেওয়ার হুমকি

    ভোটের দিন বাড়িতে বসে থাকার নিধান তৃণমূল বিধায়কের, ভোট দিলে জলের লাইন কেটে দেওয়ার হুমকি

    তীব্র তাপপ্রবাহের মধ্যেও জোড়া সভা মালদহে ,বিকেলে আবার জনসংযোগ যাত্রা মমতার

    তীব্র তাপপ্রবাহের মধ্যেও জোড়া সভা মালদহে ,বিকেলে আবার জনসংযোগ যাত্রা মমতার