Uttar Dinajpur News:আন্তর্জাতিক কিক বক্সিং টুর্নামেন্টে সিলভার ও ব্রোঞ্জ পদক চোপরা আফসারা খাতুনের

Newsbazar24: দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কমপ্লেক্স এ অনুষ্ঠিত তৃতীয় ওয়াকো ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিক বক্সিং টুর্নামেন্টে অনুষ্ঠিত হল বিগত ৭ ফেব্রুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি। এই প্রতিযোগিতায় দুটি ইভেন্টে পদক জয়ী হলেন উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালী অঞ্চলের কাঁচাকালি মোলানির আফসারা খাতুন।
আফসারা ওই টুর্নামেন্টের পয়েন্ট ফাইট ইভেন্টে সিলভার পদক এবং লাইট কনট্যাক্ট ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। এপর্যন্ত আফসারা কিক বক্সিং এ মোট ১২টি পদক জিতেছেন। তার এই সাফল্যে খুশি বাবা আলমগীর হুসেন ও মা রুকিয়া বেগম সহ পরিবার এর লোকজন ও এলাকাবাসী। পড়াশোনার পাশাপাশি কিক বক্সিং এ সাফল্যের সাথে আরও এগিয়ে যেতে চান গ্রামের মেয়ে আফসারা। তার লক্ষ্য আগামীতে এশিয়ান গেমসে খেলার।এর জন্য তার চাই আরও ভাল প্রশিক্ষনের।
বাবা আলমগীর বলেন তার মেয়ের স্বপ্ন আরও উপরে যাওয়ার। কিন্তূ তার সামান্য ব্যবসার উপরে নির্ভর সংসারের হাল সামলে উন্নত মানের কোচিং এর ব্যবস্থা করা। পরিবারের দাবি সরকারি বা বেসরকারি ভাবে সহযোগিতা পেলে তার মেয়ে আরও এগিয়ে যেতে পারবে।