T -20 World Cup:বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ রানে জয়ী হয়ে গ্রুপের শীর্ষে ভারত

Newsbazar 24 :-টি টোয়েন্টি বিশ্বকাপ-এ বুধবার বৃষ্টিবিঘ্নিত সুপার-12 ম্যাচে বাংলাদেশকে ৫ রানে পরাজিত করলো ভারত। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে উঠে গেল ভারতীয় দল । বাংলাদেশ দল সেমিফাইলের দৌড় থেকে প্রায় ছিটকে গিয়েছে।
প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মা আউট হয়ে গেলেও,কেএল রাহুল এবং বিরাট কোহলির শক্তিশালী হাফ সেঞ্চুরির ইনিংসের সুবাদে টিম ইন্ডিয়া ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে।ভারত বাংলাদেশের সামনে ২০ ওভারে ১৮৫ রানের টার্গেট দেয়, যা বৃষ্টির কারণে ১৬ ওভারে ১৫১ রানে কমে যায়। জবাবে বাংলাদেশ মাত্র ১৪৫ রানে আউট হয়ে যায়।
এই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। চার ম্যাচ খেলে তিনটিতে জিতে ও একটি ম্যাচে হেরে লিগ টেবিলের শীর্ষে উঠে গিয়েছে ভারত। চার ম্যাচ শেষে তাদের পয়েন্ট ছয়। নেট রান রেটে অবশ্য দক্ষিণ আফ্রিকার থেকে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। যেখানে ভারতের নেট রান রেট+0.730সেখানে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট+2.772। তবে নেট রান রেটে বেশি থাকলেও তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে সুপার ১২ এর গ্রুপ2-র টেবিলের দুই নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
তবে এখনো ভারতের সেমিফাইনালের জায়গাটা নিশ্চিত হয়নি।সেই কারণে গ্রুপ লিগের শেষ ম্যাচ জিতে সেমিফাইনালে নিশ্চিত করতে চায় ভারত। তাই রবিবার ৬ নভেম্বর গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে জিততে মরিয়া হবে টিম ইন্ডিয়া।