Wednesday , 30 November 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

South 24 Pargana news: আনুষ্ঠানিকভাবে সুন্দরবনকে নতুন জেলা হিসাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

প্রতিবেদক
kartik pal
November 30, 2022 1:08 am

Newsbazar 24:প্রশাসনিক স্তরের সিদ্ধান্ত অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনকে নতুন জেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করলেন মঙ্গলবার। এদিন হিঙ্গলগঞ্জের সরকারি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সুন্দরবনকে নতুন জেলা হিসাবে ঘোষণা করছি । এখানে অনেক স্বাস্থ্যকেন্দ্র, সরকারি অফিস তৈরি করা হবে।’
এদিন দু-দিনের সুন্দরবন সফরে এসেছেন তিনি। এদিন সকালেই ডুমুরজোলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে বসিরহাট পুলিশ জেলার শামসেরনগর হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছন মমতা। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এরপর প্রতিমা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া ময়দানে একটি জনসভায় ভাষন দেন। তারপরে শাড়ি, ধুতি, মালা, মিষ্টি ফল দিয়ে পুজো দেন বনবিবি মন্দিরে। বৃক্ষপুজোও করেন।
এদিনের পুজো পাঠের পর সেখানে বৃক্ষরোপণ করেছেন মুখ্যমন্ত্রী। সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ম্যানগ্রোভ অরণ্যের সংরক্ষণে রাজ্য অনেক দিন ধরেই সক্রিয়। এ ব্যাপারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিন হিঙ্গলগঞ্জের সরকারি জনসভা থেকে দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী। যদিও শীতবস্ত্র দেরিতে পৌঁছানোতে মাঝখানে একটু ছন্দ কেটে গিয়েছিল। মঙ্গলবার রাতটা টাকির জনস্বাস্থ্য কারিগরি দফতরের বাংলোয় কাটাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন হিঙ্গলগঞ্জের সরকারি অনুষ্ঠানে হিঙ্গলগঞ্জ গঞ্জ সহ সুন্দরবন সংলগ্ন সব জায়গার মানুষকে ভোটার লিস্টে নাম তোলার অনুরোধ করেন। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ ১৭-১৮ বছর বয়স যাঁদের, তাঁরাও নাম তুলবেন। নাম তুলতে গিয়ে যদি কেউ বলে, আধার কার্ড নিয়ে এসো, জেনে রাখুন, ভোটার লিস্টে নাম তুলতে আধার কার্ড বাধ্যতামূলক নয়’।
মুখ্যমন্ত্রী আরও বলেন যে, ‘আমি সুন্দরবন জেলা করছি। এই জন্য করছি, যে আপনাদের অনেক দূরে যেতে হয়। আমি অনেক স্বাস্থ্যকেন্দ্র করছি। যাতে মানুষ চিকিৎসার ব্যবস্থা পায়। বনবিবির মন্দিরটা পাকা হয়ে গেলে আমি আবার এখানে আসবো।’ এখানেই শেষ নয়, এই বনবিবি মন্দিরের সংলগ্ন এলাকার সঙ্গে কীভাবে জলপথে যোগাযোগ করা যায়, সেই বিষয়েও নজর দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।
পর্যটন শিল্পের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী বলেন, সুন্দরবন এলাকার বাসিন্দারা হোম স্টে চালু করলে সরকার সাহায্য করবে। তিনি বলেন, ‍‍`এই সব এলাকায় হোম স্টে করুন। নিজেদের বাড়ির একটা ঘর ছেড়ে দেবেন। সেখানে বায়োটলেট থাকবে, খাট থাকবে, টিভি থাকবে। একটা ঘর ছেড়ে দেবেন। হোমস্টে করুন। সরকার টাকা দেবে।’

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত
তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ, তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খোদ তৃণমূলেরই।।

তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ, তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খোদ তৃণমূলেরই।।

সবুজ সাথী প্রকল্পের সাইকেল হাটে বিক্রি হচ্ছে ২০০ টাকায়, কোথায় জানতে পড়ুন ।

দিল্লির মসনদ পাওয়া রেখা গুপ্তার সম্পত্তির পরিমাণ সামনে এসেছে

১৭-১৯ আগস্ট মিথ্যা লকডাউনের বিরোধিতায় নি:শব্দ বিপ্লব ব্যবসায়ীদের

জেলায় করোনাকে দূরে সরিয়ে রেখে মহানবমীর সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল

Malda: রাজ্য সরকারের অনুদানের টাকা নয়ছয়ের অভিযোগ, তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। ।

Malda:গ্রাম পঞ্চায়েতে জয়ী সিপিএম প্রার্থীর তৃণমূলের যোগদান

কাটোয়া শহরের স্টেশন বাজার লাগোয়া দোকানে আগুন, এলাকায় উত্তেজনা

লেবুর খোসা – আপনার স্বাস্থ্যের বন্ধু হয়ে উঠবে