Siliguri news:ফের পর্যটক হেনস্থার অভিযোগ, বাকবিতন্ডা থেকে হাতাহাতি পর্যটক ও চালকের

*শিলিগুড়িঃ-* পর্যটকদের উপর নির্ভরশীল উত্তরবঙ্গের পর্যটন স্থানগুলো।অধিকাংশ মানুষেরা পর্যটন ব্যবসার সাথে পরোক্ষ ও পরোক্ষভাবে যুক্ত হয়।তবে তারও মধ্যে বিভিন্ন সময় পর্যটক হেনস্তার অভিযোগ ওঠে।ফের পর্যটকদের হেনেস্তা করার অভিযোগ চালকের বিরুদ্ধে।গত সাত দিন আগে কলকাতার বালি থেকে ১৩জনের একটি দল সিকিম,দার্জিলিং সহ ডুয়ার্সে বেড়ানোর জন্য একটি ট্রাভেল এজেন্সির সাথে ৯৬হাজার টাকায় চুক্তি হয়।বৃহস্পতিবার রাত একটায় কলকাতায় ফেরার ট্রেন থাকার জন্য ট্রেভিল এজেন্সির সাথে কথা হয় মিরিক হয়ে তারা ডুয়াস হয়ে নিউজলপাইগুড়ি স্টেশনে আসবে। সেই মত এদিন সকালে দার্জিলিং থেকে দুটি গাড়ীতে তারা রওনা হয়।একটি গাড়ী মিরিক হয়ে এলেও আরেকটি গাড়ী মিরিক না গিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে দিকে চলে আসে।রাস্তায় পর্যটকরা আপত্তি জানালে গাড়ীর চালক তাদের হুমকি দেয় বললে অভিযোগ করে পর্যটকরা।এরপরই বাজে ভাবে গাড়ী চালাতে থাকে চালক এমনি অভিযোগ চালকের বিরুদ্ধে।শিলিগুড়ির কাওয়াখালীর কাছে চালক গাড়ী থামাতে বললে সে গাড়ী থামায় না।এরপরই গাড়ীর মধ্যেই শুরু হয় বচসা৷বাধ্য হয়ে চালক গাড়ী থামাতেই গাড়ী থেকে নেমে পড়ে পর্যটকরা৷সেখানে শুরু হয় বচসা ও হাতাহাতি।স্থানীয়রা এসে দুপক্ষকে সরিয়ে দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউটপোষ্ট থানার পুলিশ।দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করে দেয়।পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।তবে প্রশ্ন পর্যটকদের উপর নির্ভর জেলাতে কেনো বারে বারে পর্যটক হেনস্তার অভিযোগ উঠচ্ছে?