Siliguri news:পাহাড় ঘুরতে আসা পর্যটকদের কাছে প্রথম পছন্দ এখন সিকিম নয় দার্জিলিং

Newsbazar 24: দার্জিলিং পাহাড়ে পর্যটনের জোয়ার। দার্জিলিং চিরকালই পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় জায়গা।শৈলশহরে সারাবছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে।তবে পর্যটন মরশুম বলতে এপ্রিল থেকে মে মাস এবং নম্ভেবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত থাকতো।এছাড়া বছরের অন্যান্য মাস গুলোতে বিক্ষিপ্ত ভাবে পর্যটকদের আনাগোনা থাকতো।মূলত কাঞ্চনজঙ্ঘা,টয় ট্রেন ও চা বাগানের জন্য দার্জিলিং পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।ক্রমাগত রাজনৈতিক অশান্তি,ক্রমাগত চলতে থাকা বন্ধের জন্য একসময় পর্যটকরা দার্জিলিং মুখি হওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। পাহাড়ে ঘোড়ার জন্য পর্যটকরা দার্জিলিঙয়ের পরিবর্তে বেছে নিয়েছিল সিকিমকে।কিন্তু সময় বদলেছে ধীরে ধীরে পাহাড় শান্ত হয়েছে।শেষমেষ রাজ্য সরকারের উদ্যোগে পাহাড়ে অশান্তি কমেছে এবং বনধ প্রায় উঠেই গেছে।এতে খুশি পাহাড়ের সাধারণ মানুষ থেকে পর্যটনের সঙ্গে যুক্ত সকল প্রকারের ব্যবসায়ীরা। দার্জিলিং পাহাড়ে পর্যটকরা আবার আসা শুরু করেছে।বহুদিন বাদে পাহাড় এতটাই শান্ত যে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের কাছে এখন সিকিম নয়,দার্জিলিংই পর্যটকদের প্রথম পছন্দের জায়গা।এপ্রিল-মে বা নম্ভেবর-ডিসেম্বর মাস এখন শুধু পর্যটন মৌসুম নয়।এখন সারা বছরই পর্যটকরা ভরে থাকছে দার্জিলিং শহরে।এমন অবস্থা দার্জিলিং এর হোটেল গুলোতে সামনের আগস্ট মাস পর্যন্ত সমস্ত রুমগুলোই বুক হয়ে গেছে।স্বাভাবিক ভাবেই পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত গাড়িচালক থেকে শুরু করে হোটেল মালিক,প্রত্যেকে খুশি বহুদিন বাদে পর্যটনের এমন জোয়ার আসাতে।অনেকদিন বাদে অশান্তি ও বনধ ভুলে পাহাড় এখন সত্যিই হাসছে।

Related Post