Panchayat Election 2023:বিরোধী বিজেপির অভ্যন্তরেও পঞ্চায়েতের প্রার্থীপদ নিয়ে কোন্দল

Newsbazar 24: শাসকদলের পর এবার বিরোধীদলের অভ্যন্তরেও পঞ্চায়েতের প্রার্থীপদ নিয়ে কোন্দল। শুরু হয়েছে এবার বিজেপিতেও।জেলা নেতৃত্বের প্রতি ক্ষোভে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বিজেপি নেতা উকিল মন্ডলের নেতৃত্বে ১২ জন বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য মনোনয়নের জন্য ডি সি আর কাটলেন নির্দল প্রার্থী হিসেবে। ।তবে কেবলমাত্র গ্রাম পঞ্চায়েত নয়, পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদেও প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিক্ষুব্ধদের।
দলের অন্দরে ক্ষোভের কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ-সভাপতি তাপস গুপ্ত। তাপস গুপ্ত বলেন,দলের অন্দরে ক্ষোভ আছে। বিজেপির মনোভাবাপন্ন কর্মীরা নির্দলে দাঁড়ালে দলের ক্ষতি হবে।তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদী।
বিজেপির অন্দরের কোন্দলকে কটাক্ষ করেছে তৃণমূল। পুরাতন মালদা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য সুশান্ত কুন্ডু বলেন, এই ঘটনা থেকে প্রমাণ হয় যে বিজেপির অন্দরে কোন্দল আছে।কেবলমাত্র তৃণমূলকে বদনাম করার জন্য বিরোধীরা তৃণমূলের কোন্দল নিয়ে কথা বলেন।ভোটে মানুষ এর যোগ্য জবাব দেবে।