Murshidabad News:আবারও সকেট বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন হাত, গুরুতর আহত তিন

Newsbazar24:মুর্শিদাবাদের দৌলতাবাদের গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েতের চুয়াডাঙ্গায় আবারও জমিতে কাজ করার সময় সকেট বোমার আঘাতে হাত উড়ে গেল এক ক্ষেতমজুরের। আহত আরও দুই জন।ঘটনাটি ঘটেছে রবিবার সকাল দশটা নাগাদ চুয়াডাঙ্গা পশ্চিমপাড়া ফাঁকা মাঠে । আহতদের পরিবার সূত্রে জানা যায়,ফাঁকা জমিতে পাটের বীজ বপন করার জন্য জলের সেচ দেওয়ার উদ্দেশ্যে রাসিদুল সেখ জমিতে ঘোরাঘুরি করার সময় দেখতে পান, জং পড়া একটি লোহার টুকরো পড়ে রয়েছে। সেই টুকরোটি খুঁচিয়ে দেখার সময় সাথে সাথে বাস্ট হয়ে বাম হাত উড়ে যায় এবং হাতের ছিন্ন অংশ দূরে ছড়িয়ে পড়ে। বোমার বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় সাধারণ মানুষ। গুরুতর আহত ক্ষেতমজুরের নাম রাসিদুল সেখ (৫৬)।এছাড়াও আরমান সেখ (১২), এবং সাইফুদ্দিন সেখ (৪১) গুরুতরভাবে জখম হয়। প্রসঙ্গত গত জানুয়ারি মাসে
সকেট বোমার আঘাতে মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্র মোখলেসুর রহমানের। স্থানীয়রা দৌলতাবাদ থানায় খবর দেওয়া হলে, পুলিশ তড়িঘড়ি এসে পৌঁছায় ঘটনাস্থলে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। জানা যায় প্রায় দিন ১৫ আগে এই মাঠেই পাঁচটি সকেট বোমা দৌলতাবাদ থানার পুলিশ উদ্ধার করে নিষ্ক্রিয় করে। ঘটনায় সাধারণ চাষিরা ভয়ে আতঙ্কগ্রস্ত । কে বা কারা কি কারনে এত বোমা মজুত করছে এবং বিপদের সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ, সেটা খতিয়ে দেখছে দৌলতাবাদ থানার পুলিশ। কিন্তু নির্বাচনের আগে পরপর এই ধরনের ঘটনা পুলিশ প্রশাসনকে চিন্তায় ফেলেছে।