Saturday , 7 December 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda,Uttar Dinajpur, Dakshin Dinajpur:জেলার ক্ষুদ্র শিল্প উদ্যোগীদের উৎসাহ দিতে সিনার্জি এবং ব্যবসায়িক সুবিধা প্রদান সম্মেলন

প্রতিবেদক
kartik pal
December 7, 2024 8:50 pm

Newsbazar24: জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ছোট, মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে আগ্রহীদের উৎসাহ দিতে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলার ক্ষুদ্র শিল্পদ্যোগীদের নিয়ে অনুষ্ঠিত হল এক সম্মেলন যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘সিনার্জি এন্ড বিজনেস ফেসিলেশন কনক্লেভ ২০২৪-২৫(Synergy & Business Facilitation Conclave)
পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে মূলত কর্মসংস্থানের উপর জোর দিতে শিল্পের সমাধানে এই সম্মেলন বলে জানা গেছে। শনিবার দুপুরে মালদহের দুর্গা কিংকর সদনে প্রদীপ প্রজ্জ্বলন মধ্য দিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের, ক্ষুদ্র মাঝারি শিল্প ও বস্ত্র দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জনাব তাজমুল হোসেন, সভাপতিত্ব করেন ক্ষুদ্র মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, চন্দ্রনাথ সিনহা,অপ্রচলিত ও নবায়নযোগ্য শক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গোলাম রব্বানী,
সেচ, জলপথ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন,ক্ষুদ্র মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের প্রধান সচিব রাজেশ পান্ডে, পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প ও উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর নিখিল নির্মল,
মালদা, ও দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতিরা, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক নীতিন সিঙ্হানিয়া, সুরেন্দ্র কুমার মিনা ও বিজিন কৃষ্ণা, এছাড়াও মালদা জেলা পুলিশ সুপার ও তিন জেলার অতিরিক্ত জেলা শাসক সহ তিন জেলার বিধায়করা, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা।।
তিন জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ৭০০ বেশি উদ্যোক্তা অংশ নিয়েছিলেন বলে জানা গিয়েছে।

এ বিষয়ে মন্ত্রী চন্দনাথ সিনহা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের উৎসাহ দিতে আমরা বিভিন্ন জেলায় ঘুরে বেড়াই। বার এবার মালদা জেলায় মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষুদ্র শিল্প উদ্যোগীদের নিয়ে তাদের সুযোগ সুবিধা ও অসুবিধা দূর করার জন্য বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে কে নিয়ে আমরা সম্মেলন করি। পাশাপাশি এবারে এই তিন জেলার আরো বেশি ব্যবসায়ীদের সাথে মিলিত হওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।
মন্ত্রি পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০২৪-২৫ আর্থিক বছরে এপ্রিল থেকে সেপ্টেম্বর২০২৪ ব্যাংকগুলোর ঋন প্রদান করেছে ৪৪৪২ কোটি টাকা। তার মধ্যে মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর যথাক্রমে ২১১৩ কোটি ১৪৮৯ কোটি এবং ৮৪০ কোটি টাকা।
এসএআইপি প্রকল্পে মালদার গাজলে একটি শিল্প পার্ক স্থাপনের নীতি গত অনুমোদন দেওয়া হয়েছে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা, কর্মসংস্থান হবে প্রায়১৫০ জনের। মালদার হরিশ্চন্দ্রপুরে মাখনা প্রক্রিয়াকরণ ক্লাস্টারের জন্য৭৫.৮৬ লক্ষ কোটি টাকার প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে প্রায় দেড় হাজার মানুষ উপকৃত হবেন। সুজাপুরে প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণ ক্লাস্টারের পরিষেবা কেন্দ্র স্থাপনের জন্য ৩২৪.৭৭ লক্ষ টাকার প্রশাসনিক অনুমোদন ও অর্থ মঞ্জুর করা হয়েছে। এই প্রকল্পে ১০০ ইউনিট সহ ৩০০০ জন মানুষ উপকৃত হবেন। এছাড়া মালদায় কার্পেট প্লাস্টারের দুটি উৎপাদন কেন্দ্র ৩০ লক্ষ টাকা ব্যয় নির্মিত হয়েছে উপকৃত হয়েছেন ১০০০ জন তাঁতি,সাট্টারিতে প্রশিক্ষণ শীঘ্রই শুরু হবে। এছাড়াও মালদা জেলায় আগামী দিনে শিল্পক্ষেত্রে আনুমানিক ৪৭০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান মন্ত্রী।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ সর্ষের তেল ক্লাস্টারের সাধারণ পরিষেবা কেন্দ্রের আনুমানিক খরচ করা হয়েছে ৩.৫৯ কোটি টাকা। এই সুবিধা কেন্দ্রে ১৫০ টি সর্ষের তেল ইউনিটের সাথে যুক্ত ১৫০০ এর বেশি মানুষ উপকৃত হবেন। এছাড়া ইটাহারে দুর্লভপুর শ্রীপুর উডেন ফার্নিচার ও উড ক্রাফট সমবায় সমিতির সদস্যদের মধ্যে টুল কিট বিতরণের জন্য ৭ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ৫ পয়েন্ট ৩১ একর জমিতে ক্ষুদ্র ছোট শিল্প বিকাশের লক্ষ্যে ডব্লিউবিএসইডিসির অধীনে একটি শিল্প পার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

মাঝরাতেও রক্তের জন্য বেড়িয়ে পরে মালদার যে ছেলেরা!আতঙ্কে বাড়ির লোকেরা

বন্ধ ব্রিটিশ মিউজ়িয়াম হামলার পরে

অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ে ভাষণ দিতে যাচ্ছেন মমতা

Siliguri news:অস্থায়ী নিরাপত্তা রক্ষীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ফুলবাড়ী এলাকায়

বিহারের ভোট নিয়ে চিন্তা বাড়ল তৃণমূলের ! মিমের জনপ্রিয়তা যা বেড়েছে তাতে কপালে চিন্তার ভাঁজ এই রাজ্যে

রাজ্যের গোয়েন্দা প্রধান অপসারিত, রাজ্য পুলিশে আবারও রদবদল

প্লে অফে হেরেও কোটি কোটি টাকা পাবে মুম্বই লখনউ, চ্যাম্পিয়নরা কত পাবে? জানুন বিস্তারিত

রোটারি ক্লাব অফ ম্যাঙ্গোসিটি,মালদহের পক্ষ থেকে জেলার করোনা যোদ্বাদের সম্বর্ধনা

মাত্রা ছাড়া ঝড়বৃষ্টিতে জলমগ্ন বেঙ্গালুরু শহর! মৃত্যু ২ শ্রমিকের , বন্ধ মেট্রো পরিষেবা

মালদহ জেলাতেও মহা সাড়ম্বরে পূজিত হলেন বিশ্বকর্মা।।