Friday , 12 May 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:মুখ্যমন্ত্রীর নির্দেশ মত জেলায় মাশরুম চাষের ব্যাপক প্রসার ঘটাতে প্রশাসনিক বৈঠক

প্রতিবেদক
kartik pal
May 12, 2023 5:38 pm

Newsbazar 24: মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জেলা প্রশাসনের উদ্যোগে মাশরুম চাষের প্রসার আধুনিকীকরণ ও বাজারজাত করা নিয়ে অনুষ্ঠিত হলো এক বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা,মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উওম বসাক,মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা, হোটেল ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা,কৃষি বিজ্ঞানীরা। এছাড়াও এই মাশরুম চাষ নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন মাশরুম চাষের উপর অভিজ্ঞ বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত চলতি মাসের ৪ তারিখ মালদায় প্রশাসনিক বৈঠক করে মালদায় মাশরুম চাষ নিয়ে চিন্তাভাবনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই শুক্রবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হল মাশরুম চাষ নিয়ে এই বৈঠক। এই বৈঠকে মাশরুম চাষের উপর অভিজ্ঞ কৃষকরা তাদের অভিজ্ঞতা যেমন একদিকে শেয়ার করেছেন অন্যদিকে কৃষি বিজ্ঞানীরা মাশরুম চাষকে আরো কিভাবে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারেও তাদের অভিমত ব্যক্ত করেছেন। জেলাশাসক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং হোটেল ব্যবসায়ীদের প্রতিনিধিদেরকে জেলায় উৎপাদিত মাশরুম বাজারজাত করার জন্য অনুরোধ করেছেন।

বৈঠক শেষে জেলা শাসক নীতিন সিংহানিয়া, জানান মুখ্যমন্ত্রীর ঘোষণামত মাইনরিটি দপ্তরের উদ্যোগে চেম্বার অব কমার্স হোটেল ব্যবসায়ী, মাশরুম চাষী ও কৃষি বিজ্ঞানীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হল। তিনি জানান জেলার যে সমস্ত কৃষকরা মাশরুম চাষ করেন তাদেরকেই ইতিমধ্যে নির্দিষ্ট করা হয়েছে এবং তাদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হবে। এদিনের এই সভায় অন্যান্য জেলা থেকে যারা দীর্ঘদিন ধরে মাশরুম চাষ করছেন সেই সমস্ত অভিজ্ঞ চাষীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এছাড়াও কৃষি বিজ্ঞানীরাও ছিলেন তারাও এই মাশরুম চাষকে আরও কিভাবে উন্নতমানের করা যায় সেই বিষয়ে তারা তাদের মতামত জানান। ব্যবসায়ী সংগঠন ও হোটেল ব্যবসায়ী সংগঠন কেউ অনুরোধ করা হয় যাতে আগামী দিনে উৎপাদিত এই মাশরুম জেলায় বাজারজাত করা যায়। জেলাশাসক আরো জানান আমাদের চাষীরা খুবই আগ্রহী। আমরা চেষ্টা করছি যাতে খুবই তাড়াতাড়ি এই মাশরুম চাষিদের একটা ট্রেনিং দিয়ে বাড়ি বাড়ি চাষ করাবার ব্যবস্থা করা যায়, পাশাপাশি যাতে উৎপাদিত এই মাশরুম জেলা এবং জেলার বাইরে বাজারজাত করা যায় সেই এই ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য ব্যবসায়ী সংগঠন, হোটেল ব্যবসায়ী এবং খুচরো ব্যবসায়ীদের বিশেষভাবে অনুরোধ করা হয়।
মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন, প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর নির্দেশমতো জেলার মাশরুম চাষি কৃষি বিজ্ঞানী এবং বাইরের জেলার চাষীদেরকে নিয়ে একটি সভা করা হয় যাতে আগামী দিনে জেলায় মাশরুম চাষকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায় এবং উন্নত মানের মাশরুম চাষ করা হয়।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

করোনা আবহে শারদীয় উৎসবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্লক প্রশাসনের বৈঠক

মালদহের চাঁচলে রম্য গল্পকার সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর ১১৭তম জন্মদিন পালন।

জমিতে বেআইনি পোস্ত চাষ, পুলিশে আটক ৬ ব্যাক্তি।

সকাল থেকেই শিলিগুড়ির জনবসতি এলাকায় ঘুরে বেড়ালো হাতী । আতঙ্কে দিশেহারা মানুষ

নারদকাণ্ড ইসুতে সিবি আইয়ের নির্দেশে তৃণমূল সাংসদ সৌগত রায়ও মদনের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা

রাশিফল — 29 march

লাহোরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ২৬/১১ হামলার মূলচক্রী মক্কির

তুতেপাড়া রুরাল ডেভলপমেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় দুস্ত শীতার্ত মানুষের জন্য মেঘা শীতবস্ত্র দান

ফুলহার নদীর জলে হরিশ্চন্দ্রপুর ২ এবং রতুয়া ১ ব্লকের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত।

আলু পাচার রুখতে তৎপর বেচারাম