Malda news:মালদা জেলাতেও মহাসমারোহে পালিত হলো হনুমান জয়ন্তী

Newsbazar 24:মালদা জেলাতে মহাসমারোহে পালিত হলো হনুমান জয়ন্তী। জেলার বিভিন্ন হনুমান মন্দিরে ভক্তদের বেশ সমাগম লক্ষ্য করা যায়। মালদহ শহরের দক্ষিণ বালুচর
মহাবীর মন্দিরের কয়েকশো ভক্ত সমাগমে পালিত হল হনুমান জয়ন্তী। প্রসঙ্গত গত রবিবার সকালে প্রায় ৪০০ জন মহিলারা মাথায় কলস নিয়ে এই শোভাযাত্রার মাধ্যমে হনুমান জয়ন্তী উৎসবের শুভ সূচনা হয় ।রবিবার সকালে দক্ষিণ বালুচর মহাবীর মন্দির থেকে এই কলস যাত্রা বের হয়ে পোস্ট অফিস মোড় ,বিএস রোড , ৪২০ মোর, ফুলবাড়ি , এন এস রোড হয়ে মন্দির প্রাঙ্গণে শেষ হয়। বৃহস্পতিবার ছিল মূল হনুমান পুজো। এদিন
১০১ কেজির লাড্ডু ভোগ দেওয়া হয় তবে এবার পাঁচজন ভক্ত ১০১কেজির লাড্ডু ভোগ দিয়েছেন ।
মন্দিরের সেবাইত প্রভুজি মিশ্রা জানান হনুমান জয়ন্তীর শুভ সূচনা এই কলস যাত্রার মাধ্যমে রবিবার সকালে শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত হনুমান জয়ন্তী উৎসব চলবে। ৩ তারিখ বাবার অভিষেক হয়। ৪ তারিখ হনুমান চালিশা ও আরতি হয়। ৫ তারিখ অখন্ড রামায়ন পাঠ। এদিন মন্দির প্রাঙ্গণ থেকে বাবার প্রসাদ বিতরণ হয় । এবারে ১০১ কেজির লাড্ডু, পাঁচজন ভক্ত নিবেদন করেছেন ও ৫৬ ভোগ দুজন দিয়েছে, ১৩০ জনের উপরে সুয়ামনি ভোগ দিয়েছে। গত বছর প্রায় ৫০০০ ভক্ত প্রসাদ গ্রহণ করেছিলেন।এবারে এই সংখ্যা ইতিমধ্যে প্রায় ৭ থেকে ৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রতিবারই হনুমান জয়ন্তী উৎসব খুব ধুমধাম ভাবে পালন করা হয়, এইবারও তা হচ্ছে। হনুমান জয়ন্তী উৎসবে জেলা তথা প্রতিবেশী জেলাগুলি থেকে এমনকি বিহার, ঝাড়খন্ড থেকেও ভক্তরা আমাদের মন্দিরে আসেন। হনুমানজিকে দর্শন করে পূজা দিয়ে থাকে। প্রায় ২২ বছর ধরে এই হনুমান জয়ন্তী উৎসব আমরা পালন করে আসছি।
এদিন হনুমান জয়ন্তী উপলক্ষে মালঞ্চপল্লীতে বজরংবলী মন্দির প্রতিষ্ঠা ও ধুম ধামের সহিত হনুমান জয়ন্তী পালন করা হয়। ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী রেলওয়ে সাবওয়ে গেটে গতকাল মন্দির প্রতিষ্ঠা করা হয় এবং বৃহস্পতিবার সকাল থেকে ঢাক ঢোল বাজিয়ে মহাবীর বজরংবলির পুজা করা হয়।