Friday , 21 April 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:পুরসভার বাসিন্দা হয়েও পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত, ক্ষোভে ফুসছেন এলাকাবাসী

প্রতিবেদক
kartik pal
April 21, 2023 5:52 pm

Newsbazar 24:পৌর এলাকার বাসিন্দা হয়েও প্রধান পুর পরিষেবা পানীয় জলের কোন ব্যবস্থা এলাকায় নেই। দীর্ঘ কয়েক বছর ধরে এই সমস্যায় জর্জরিত এলাকার মানুষেরা। স্বাভাবিকভাবেই তারা ইংরেজবাজার পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন । এলাকার বাসিন্দাদের বক্তব্য এই সমস্যা বহুদিন ধরে চলে আসছে। ভোট আসলেই নেতারা জলের প্রতিশ্রুতি দিয়েই ভোট পেয়ে যাচ্ছে।। তারা বলছেন পঞ্চায়েত এলাকায় জলের এত কষ্ট নেই। আমাদের পৌরসভায় এই এলাকায় জলের কষ্ট। জল না থাকায় জল কিনে খেতে হয়। টিউবয়েলের জলে রয়েছে আয়রন। সেই জল খেলে অসুস্থ হয়ে পড়ে অনেকেই। গরম , শীত গ্রীষ্ম সারা বছরই তাদের এই কষ্ট। এই ছবি ইংরেজবাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কুলি পাড়া এলাকায়। এলাকার মানুষেরা খুবই গরীব।যদিও বিরোধী কাউন্সিলর বলছেন এই সরকার খেলা,মেলা করতে গিয়েই শেষ হয়ে গিয়েছে। পৌরসভার পিছিয়ে পড়া ওয়ার্ড গুলির জন্য টাকা বরাদ্দ করছে না। পৌর নাগরিকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোন অর্থ বরাদ্দ করেনা। যদিও পৌরসভার চেয়ারম্যানের দাবি খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।
মালদা ইংরেজবাজার শহরের ২৫ নম্বর ওয়ার্ডের কুলি পাড়া এলাকায় পৌরসভার পানীয় জলের ব্যবস্থা নেই। এলাকায় নেই কোন ট্যাপ কল। যদিও এই সমস্যা বহু বছর ধরে চলে আসছে। এদিকে পাঁচ বছর আগে‌ ট্যাপ লাইনের পাইপ বসে গেল জল বাড়িতে বাড়িতে পৌঁছায়নি।। রীতিমতো এলাকার মহিলারা পৌরসভার বিরুদ্ধে খুবই ক্ষুব্ধ। এলাকার বাসিন্দা লচমী সাহানি জানান, এখানে পানীয় জলের কোন ব্যবস্থা নেই।
টিউবয়েলের জল খাওয়া যায় না জলে আয়রন বেশি। এই জল খেলে নানান অসুখ-বিসুখ হচ্ছে বাধ্য হয়েই খাওয়ার জল কিনে খেতে হচ্ছে। বারবার বলা সত্ত্বেও বেশ কয়েক বছর পেরিয়ে গেল কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। প্রতিবারই ভোটের সময় নেতারা এসে জলের সমস্যা মিটে যাবে এই প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু ভোট পেরিয়ে গেলে তাদের আর দেখা যায় না।
এলাকার আর এক বাসিন্দা শর্মিষ্ঠা চক্রবর্তী জানান এলাকার মানুষদেরকে জল কিনে খেতে হয়। টিউবেল জল খাওয়া যায় না । যাদের পয়সা আছে তারা কুড়ি থেকে ত্রিশ টাকা দিয়ে জলের জার কিনে খাই। আর যারা কিনতে পায় না তাদের টিউবেলের জল খেতে হয়। বর্তমানে পঞ্চায়েত এলাকায় জলের লাইন প্রতিটা বাড়িতে রয়েছে। কিন্তু আমরা পৌরসভায় থাকা সত্ত্বেও জল পাচ্ছি না। পঞ্চায়েত থেকে অনেক পিছিয়ে রয়েছে আমাদের ইংরেজবাজার পৌরসভা। ইংরেজবাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কুলি পাড়া এলাকা যেখানে প্রায় ৩০০ পরিবারের বাস।
ইংরেজবাজার পৌরসভার বিরোধী বিজেপির কাউন্সিলর অম্লান ভাদুরি জানান এই সরকার খেলা মেলা করতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। পিছিয়ে পড়া ওয়ার্ড গুলির উন্নয়নের ক্ষেত্রে কোন রকম অর্থ বরাদ্দ করছে না। ২৫ নম্বর ওয়ার্ড সহ আরো বেশ কিছু ওয়ার্ডের বেশ কিছু সমস্যা রয়েছে সেইসব সমস্যার বিষয় নিয়ে প্রতিবারই পৌরসভার মিটিংয়ে আমরা তুলে ধরি কিন্তু কাজের কাজ হয় না। আজকে পৌরসভা এলাকাগুলিতে জল রাস্তা কোথায় কি সমস্যা রয়েছে সেসব বিষয়ে এই সরকার নজর দিয়ে দেখেনা।
যদিও এ বিষয়ে ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ২৫ নম্বর ওয়ার্ডের জলের সমস্যা খুব শীঘ্রই মিটে যাবে ইতিমধ্যেই নতুন পাইপলাইন বসানো হয়েছে। আশা করা যায় পুজোর আগেই ২৫ নম্বর ওয়ার্ডে জলের সমস্যা সমাধান হয়ে যাবে ।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

প্রচুর পরিমাণ ব্রাউন সুগার উদ্বার, গ্রেপ্তার ১ জন মহিলাসহ তিনজন

১২ নম্বর জাতীয় সড়কের পথদুর্ঘটনায় মৃত এক বাইক আরোহী আহত তার সঙ্গী, কিভাবে জানতে পড়ুন।

এবারের বিশ্বকাপে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানে হারিয়ে সেমিফাইনালের দোরগোড়ায়।

শুক্রবার রাত পর্যন্ত মালদায় নতুন করে করোনা তে আক্রান্ত ৪৭

Malda:মর্মান্তিক পথ দুর্ঘটনা,পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর

স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৫টাকায় দুপুরের আহারের ব্যবস্থা পথচলতি মানুষদের

ওড়িশার পাহাড়ে নোংরা দেখে ক্ষিপ্ত দক্ষিনি পরিচালক রাজামৌলি

ব্রাত্য বসুর বিরুদ্ধে ‘হিট অ্যান্ড রান’ মামলা দায়ের করার দাবিতে যাদবপুরে অবস্থান বিক্ষোভে ছাত্রসমাজ

দিদিকে বল কর্মসূচিতে ইংরেজ বাজার ব্লকের কো-অর্ডিনেটর সুমন সরকার

রাজ্যে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার চেয়েও ভয়ঙ্কর:সুকান্ত মজুমদার