Friday , 2 September 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:আদালতে আইনরক্ষক কারীদের হাতে আক্রান্ত সংবাদ মাধ্যম

প্রতিবেদক
kartik pal
September 2, 2022 5:28 pm

Newsbazar 24:-আদালতে আইনরক্ষক কারীদের হাতে আক্রান্ত সংবাদ মাধ্যম। ঘটনাটি ঘটেছে মালদহের চাচল মহকুমা আদালতে। চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ চাঁচল মহকুমা আদালতের এক সরকারি আইনজীবীর বিরুদ্ধে। জানা গেছে এ ব্যাপারে ১৮ লক্ষ টাকা লেনদেন হয়েছে।ঐ সরকারি আইনজীবীর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে পুলিশ। এদিকে ওই প্রতারণার অভিযোগের খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদমাধ্যম। জুনিয়র কয়েকজন আইনজীবী তিন সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করে বলে অভিযোগ। রাতে আক্রান্ত তিন সাংবাদিকও পুলিশে অভিযোগ জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁচল মহকুমা আদালতের এক সরকারি আইনজীবী মোতাসির আলম চাকরি দেওয়ার নাম করে ১৮ লক্ষ টাকা নেন চাঁচলেরই শীতলপুর এলাকার আসিরুদ্দিনের কাছ থেকে। পিপি মোতাসির আলমকে তিন দফায় নগদ ১৮ লক্ষ টাকা দেন । চাঁচলে কোর্টে তার পরিবারের তিনজন সদস্যকে চাকরি দেবেন বলে ওই টাকা নেওয়া হয় বলে অভিযোগ আসিরুদ্দিনের। তিন ভূয়া অ্যাপয়েন্টমেন্ট লেটারও তাদের হাতে দেন। কিন্তু ওই এপয়েন্টমেন্ট লেটারগুলি দেখে তার সন্দেহ হয়। অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলি জাল বলে নিশ্চিত হওয়ার পর টাকা ফেরত চেয়ে মোতাসির আলম কে ফোন করেন আসির উদ্দিন। ফোনে না পেয়ে তার বাড়িতে যান। কিন্তু তিনি বাড়িতে নেই জানানোর পর পুলিশের দ্বারস্থ হন আসির উদ্দিন। অভিযোগ পেয়েই নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। চাকরি দেওয়ার নামে সরকারি আইনজীবীর বিরুদ্ধে টাকা নেওয়ার বিষয়টি সামনে আসতেই ক্ষুব্দ আদালতের আইনজীবীদের অনেকেই।এ নিয়ে বৃহস্পতিবার সকালে আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা কামালের কাছে যান তিন সাংবাদিক তার বক্তব্য জানতে। সভাপতির প্রতিক্রিয়া নেওয়ার পর ছবি তুলতে গেলে কয়েকজন জুনিয়র আইনজীবী তিন সাংবাদিককে হেনস্থা করেন বলে অভিযোগ। তিন সাংবাদিককেই মারধরের পাশাপাশি একজনের ফোনও কেড়ে নেওয়া হয়। কোনওমতে প্রাণ হাতে কোর্ট চত্বর থেকে বেরিয়ে আসেন সাংবাদিকেরা। আহত অবস্থায় চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। এরপর মহকুমার সমস্ত সাংবাদিকেরা মিলে চাঁচলের নেতাজি মূর্তির সামনে ৮১ নম্বার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে চাঁচলের আইসি পূর্ণেন্দু কুন্ডু তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। রাতে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানান আক্রান্ত সাংবাদিকরা।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আইনের দরবারে গিয়ে আইনের রক্ষকদের হাতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে কেন
আক্রমণের শিকার হতে হল। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষেরা। পাশাপাশি সাংবাদিকদের উপর আক্রমনের তীব্র নিন্দা জানিয়েছে রাজ্যের ক্ষুদ্র, মাঝারি শিল্প ও বস্ত্র প্রতিমন্ত্রী তজমুল হোসেন এবং উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু। এ ব্যাপারে অভিযুক্ত আইনজীবীর কোন বক্তব্য পাওয়া যায় না

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

গ্রীষ্মের ছুটিতে উত্তরবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান গুলি খোলা রাখার আবেদন নিয়ে স্মারকলিপি স্কুল পরিদর্শককে বিধায়কের।

আশা কর্মীদের সরকারি স্বাস্থ্য কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে শিলিগুড়িতে বিক্ষোভ

খুচরো বাজারের সবজির দাম নিয়ন্ত্রণ আনতে ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজারে হানা দিলেন মালদার জেলাশাসক

দ্রুত স্বাস্থ্য সাথীর কার্ড দিয়ে মহিলার চিকিৎসার ব্যবস্থা করে দিলেন রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও

নীলাঞ্জনা কার উদ্দেশ্যে লিখলেন -‘লাভ একচুয়ালি’

মুখ্যেমন্ত্রী পদে মমতার শপথের দিন বিজয় মিছিলের বদলে অভিনব উদ্যোাগ চাঁচলের তৃণমূল ছাত্র পরিষদের

এবার বাবুল সুপ্রিয় ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Malda News:হরিশ্চন্দ্রপুর ও চাচলে তৈরি হচ্ছে কমিউনিটি হল স্বল্পমূল্যে ভাড়া নেওয়ার সুযোগ পাবেন

হয়রানির অভিযোগে রাজ্য সড়ক অবরোধ গতিধারা প্রকল্পের গাড়ী মালিকদের , সামিল বিজেপিও

মালদার পর এবার সিউরিতে আটক ট্রাক ভর্তি মানুষ ! ট্রাকে ছিল হ্যান্ড স্যানিটারের স্টিকার