Malda news: পাট চাষীদের স্বার্থে সারা ভারত কৃষক সভার ডেপুটেশন মালদহের হরিশ্চন্দ্রপুরে।

Newsbazar24:- পাটের ন্যূনতম দাম ঘোষণা, সমবায়ের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে পাট কেনা,জেলা জুড়ে পাটক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো এবং অনাবৃষ্টির কারণে পাট চাষীদের ক্ষতিপূরণ এই চার দফা দাবি নিয়ে সোমবার সারা ভারত কৃষক সভার উদ্যোগে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার কার্যালয়ে ডেপুটেশন প্রদান করেন।এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার মালদা জেলা কাউন্সিলের সম্পাদক প্রণব চৌধুরী,সভাপতি নাইম উদ্দিন শেখ সহ স্থানীয় নেতৃত্বরা।
জানা গেছে এবছর অনাবৃষ্টির কারনে মালদা ও মুর্শিদাবাদ জেলায় অনেক চাষির পাট মাঠের মধ্যে শুকিয়ে মারা গেছে। অনেক চাষি কৃষি ঋণ নিয়ে এবছর পাট চাষ করেছিলেন।পাট বিক্রি করে ঋণ পরিশোধের ইচ্ছা থাকলেও ‌পাট পর্যান্ত পরিমাণে না হওয়ায় কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তাই অনেক চাষি রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। জেলা কাউন্সিলের সম্পাদক প্রণব চৌধুরী জানান, চার দফা দাবি নিয়ে এদিনের ডেপুটেশন। সমবায় সমিতির আধিকারিক মঙ্গলবার যোগাযোগ করতে বলেছেন কবে থেকে পাট কিনতে শুরু করবেন তা তিনি লিখিত ভাবে জানিয়ে দেবেন।
হরিশ্চন্দ্রপুর থেকে নাজিম আক্তারের প্রতিবেদন।