Malda news:বাজি পোড়ানো নয়! কালী পুজোয় ট্রাই সাইকেল দিল নারী শক্তি

কার্তিক পাল,Newsbazar 24:-নারীরাও সামাজিক কর্মকাণ্ডে পুরুষের সাথে সমান তালে পাল্লা দিয়ে চলেছেন তার জ্বলন্ত নিদর্শন পাওয়া গেল মালদহের নারীশক্তি অর্গানাইজেশনের সাম্প্রতিক কিছু জনসেবা মূলক কাজকর্মে। দীপাবলি ও কালীপূজাকে কেন্দ্র করে তারা প্রতিবারের ন্যায় এবারেও বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষদের ট্রাই সাইকেল ও কমোড প্রদান করলেন। এই উপলক্ষে নারী শক্তি অর্গানাইজেশনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষদের হাতে সামগ্রীগুলো তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদহ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার পাপড়ি নায়েক, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল, স্থানীয় কাউন্সিলর বাবলা সরকার, গৌতম দাস, বঙ্গরত্ন বিশিষ্ট সমাজসেবী ডাক্তার ডি সরকার, সমাজসেবী আব্দুল হান্নান, এলাকার প্রাক্তন কাউন্সিলর ও বিশিষ্ট শ্রমিক নেতা শুভদীপ সান্যাল ও চার্টার্ড একাউন্টেন্ট প্রলয় চক্রবর্তী সহ আরো অনেকে। এদিন প্রায় ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে ওই সামগ্রীগুলো তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে সংগঠনের এক সদস্যা জানান,সারা বছর ধরে আমরা বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িয়ে থাকি। তো মানে আমরা কিছু গ্রামকে স্বনির্ভর গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। আমাদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী গ্রামের পিছিয়ে পড়া মানুষগুলোর হাতে আমরা খাদ্য সামগ্রী থেকে শুরু করে পড়ুয়াদের জন্য লেখাপড়ার সামগ্রীও তুলে দিচ্ছি।